IND vs AUS: ভারতের সাহসী সিদ্ধান্ত! ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন কুর্নিশ জানিয়ে বলছেন…

India vs Australia Test Series: দুই সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছিল। পারথে ছিলেন না নিয়মিত ক্যাপ্টেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। কিছু কঠিন সিদ্ধান্তও নিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

IND vs AUS: ভারতের সাহসী সিদ্ধান্ত! ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন কুর্নিশ জানিয়ে বলছেন...
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Dec 03, 2024 | 7:35 PM

পারথ টেস্টে বিশাল ব্যবধানে জিতেছে ভারত। যদিও সিরিজের আগে পরিস্থিতি অন্য ছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হয়েছিল ভারত। দেশের মাটিতে পারফর্ম করতে পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ব্যাটাররা। তেমনই দুই সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছিল। পারথে ছিলেন না নিয়মিত ক্যাপ্টেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। কিছু কঠিন সিদ্ধান্তও নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। আর সেই সিদ্ধান্তকেই কুর্নিশ জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক।

পারথে রোহিতের পাশাপাশি চোটের কারণে খেলতে পারেননি শুভমন গিলও। যশস্বীর সঙ্গে ওপেন করেন রাহুল। তিনে খেলানো হয় দেবদত্ত পাড়িক্কলকে। সরফরাজের পরিবর্তে খেলানো হয় ধ্রুব জুরেল। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি। একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর। স্কোয়াডে অশ্বিন-জাডেজার মতো অলরাউন্ডার থাকতেও সুন্দরে ভরসা দেখানো হয়। রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্তকে সাহসী বর্ণনা করছেন অ্যালেস্টার কুক।

এই খবরটিও পড়ুন

অশ্বিনকে না খেলানোয় অনেকেই সমালোচনা করলেও কুক বলছেন, ‘ভারত খুবই সাহসী সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত ওই পিচে টস জিতে ব্যাটিং নেওয়া। শুধু তাই নয়, মাত্র ১৫০ রানে অলআউট। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। তবে ভারত যে মানসিকতা দেখিয়েছে, তা দুর্দান্ত। বাকি সব বিষয় না হয় সরিয়ে রাখলাম, কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো! ৫০০-র উপর টেস্ট উইকেট থাকা অশ্বিন একাদশের বাইরে। চূড়ান্ত সাহসী সিদ্ধান্ত। অশ্বিন থাকলে হয়তো আরও ভালো হত। তবে এই সিদ্ধান্ত কিন্তু সহজ ছিল না।’