Cricket: কোন বোলারকে খেলা কঠিন বলেছিলেন বিরাট? জানালেন ভরত অরুণ
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভরত অরুণ জানান, বিরাট কোহলি (Virat Kohli) নেটে বিদ্ধংসী ব্যাটিং তো করেনই। কিন্তু একটা সময় এক বোলারকে নেটে খেলতে গিয়ে সমস্যায় পড়তেন কোহলি।
নয়াদিল্লি: ভারতীয় টিমের বোলিং বিভাগকে বিদেশের মাঠেও দাপটের সঙ্গে পারফর্ম করতে শিখিয়েছিলেন প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। টিম ইন্ডিয়ার নানান সাফল্যের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। বর্তমানে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরের বোলিং কোচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভরত অরুণ জানান, বিরাট কোহলি (Virat Kohli) নেটে বিদ্ধংসী ব্যাটিং তো করেনই। কিন্তু একটা সময় এক বোলারকে নেটে খেলতে গিয়ে সমস্যায় পড়তেন কোহলি।
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অভিষেক হয় জশপ্রীত বুমরার (Jasprit Bumrah)। সেই প্রোটিয়া সফরের কথা উল্লেখ করে ভরত অরুণ বলেন, “২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে আমাদের কাছে ১০-১২ দিন সময় ছিল সিরিজ শুরু হওয়ার আগে। আমার মনে আছে সেই বার নেটে বুমরার বলে খেলে মুগ্ধ হয়েছিল বিরাট। ও আমাকে বলেছিল যে ও আমাদের যত বোলারের বিরুদ্ধে ব্যাট করেছে, তাঁদের মধ্যে অন্যতম কঠিন বুমরা। তাই আমরাও সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বুমরাকে প্রথম টেস্টে খেলানো হবে। আর সেখান থেকেই বুমরার টেস্ট কেরিয়ার শুরু হয়ে যায়।”
তিনি আরও বলেন, “রবি শাস্ত্রী ও আমি দক্ষিণ আফ্রিকা সফরের আগে বুমরাকে নিয়ে আলোচনা করেছিলাম। আমরা তখন কলকাতায় ছিলাম, ও চেয়েছিল আমি যেন বুমরাকে ফোন করে জানাই, ও টেস্ট ক্রিকেট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেন। ওই সময়ই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ওকে দলে নেওয়া হবে। রবি এরপর বিরাটের সঙ্গে কথা বলেছিল। তারপর ২ জনে মিলে নির্বাচকদের সঙ্গেও কথা বলেছিল ওকে নিয়ে। টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটে ততদিনে বুমরা দারুণ পারফর্ম করা শুরু করেছিল। আমার এটাও স্পষ্ট মনে আছে যে, যখনই আমার সঙ্গে বুমরা কথা বলত, তখনই ও টেস্টে দেশের হয় খেলতে কতটা মুখিয়ে রয়েছে, সেটা বলত।”
আরও পড়ুন: India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টই হচ্ছে, জানালেন সৌরভ