Inzamam ul Haq: পাকিস্তানের বিশ্বকাপ দল বাছবেন প্রাক্তন তারকা ইনজামাম উল হক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 07, 2023 | 6:54 PM

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের হাওয়া। দিন দু'য়েক আগেই পিসিবি ক্রিকেটারদের সঙ্গে নতুন সেন্ট্রাল চুক্তি করেছে। এ বার পাক ক্রিকেট দলে নিযুক্ত হল নতুন প্রধান নির্বাচক।

Inzamam ul Haq: পাকিস্তানের বিশ্বকাপ দল বাছবেন প্রাক্তন তারকা ইনজামাম উল হক
Inzamam ul Haq: পাকিস্তানের বিশ্বকাপ দল বাছবেন প্রাক্তন তারকা ইনজামাম উল হক
Image Credit source: Twitter

Follow Us

করাচি: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) পরিবর্তনের হাওয়া। দিন দু’য়েক আগেই পিসিবি (PCB) ক্রিকেটারদের সঙ্গে নতুন সেন্ট্রাল চুক্তি করেছে। তাতে বেতন বেড়েছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। মুদ্রাস্ফীতির কারণে পাকিস্তানে বেসামাল অবস্থা। তারপরও ক্রিকেটারদের দাবি মেনে বেতন বাড়াল পিসিবি। এ বার পাক ক্রিকেট দলে নিযুক্ত হল নতুন প্রধান নির্বাচক। যদিও তিনি এই দায়িত্বে নতুন নন। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক (Inzamam ul Haq) হবেন পিসিবির প্রধান নির্বাচক। আজ, ৭ অগস্ট সেই খবরেই সিলমোহর দিল পিসিবি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পিসিবির প্রধান নির্বাচক হিসেবে ইনজামাম উল হকের দ্বিতীয় ইনিংস

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক পিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিযুক্ত হয়েছেন। এটি পিসিবি প্রধান হিসেবে ইনজির দ্বিতীয় ইনিংস। কারণ, এর আগে ২০১৬-২০১৯ সাল অবধি পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ইনজামাম। ফের একবার ইনজির উপর আস্থা রাখল পিসিবি।

গতকাল, ৬ অগস্ট পাক সরকারের পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট টিমকে ভারতে বিশ্বকাপ খেলতে আসার অনুমতি দেওয়া হয়েছে। এ বছরের ওডিআই বিশ্বকাপের জন্য পাক ক্রিকেট দল বাছবেন ইনজামাম উল হক। তার আগে অবশ্য আসন্ন এশিয়া কাপের জন্য পাক টিম বেছে নেবেন ইনজামাম উল হক।

পিসিবির প্রধান নির্বাচক হওয়ার পর ইনজামাম উল হকের প্রথম অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ৩ ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াড বেছে নেওয়া। বাবর আজমরা ২২, ২৪ ও ২৬ অগস্ট আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন। এরপর ৩০ অগস্ট থেকে পাকিস্তানের এশিয়া কাপ সফর শুরু। নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে নামবেন বাবর আজমরা। এরপর এশিয়া কাপ শেষ হলে ৬ অক্টোবর পাকিস্তান ওডিআই বিশ্বকাপ যাত্রা শুরু করবে। সেখানে পাক দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

Next Article