Ramiz Raja: রামিজ রাজার বিরাট প্রতিভা! ‘মানিকে মাগে হিতে’ গায়িকার সঙ্গে গাইলেন গান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 06, 2023 | 2:40 PM

Shakib al Hasan: সম্প্রতি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গেও ইয়োহানির দেখা হয়েছিল। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব। তাই তিনি শ্রীলঙ্কায় রয়েছেন।

Ramiz Raja: রামিজ রাজার বিরাট প্রতিভা! মানিকে মাগে হিতে গায়িকার সঙ্গে গাইলেন গান
রামিজ রাজার বিরাট প্রতিভা! 'মানিকে মাগে হিতে' গায়িকার সঙ্গে গাইলেন গান
Image Credit source: Twitter

Follow Us

কলম্বো: পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) নিয়ে প্রায়শই চর্চা হয়। কখনও পাক ক্রিকেটাররা থাকেন আলোচনায়। কখনও আবার পাক ক্রিকেট বোর্ডের কর্তারা। এ বার খবরের শিরোনামে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা (Ramiz Raja)। না তাঁর কোনও মন্তব্যের জন্য তিনি আলোচনার কেন্দ্রে নয়। বরং, তাঁর বিরাট ট্যালেন্টের সৌজন্য এ বার লাইমলাইটে রামিজ রাজা। বর্তমানে প্রাক্তন পিসিবি প্রধান রামিজ রাজা শ্রীলঙ্কায় রয়েছেন। সেখানে ‘মানিকে মাগে হিতে’ খ্যাত গায়িকা ইয়োহানির সঙ্গে তাঁর দেখা হয়। ইয়োহানির সঙ্গে রামিজের গান গাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বছর দু’য়েক আগে সিংহলী ভাষায় ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে ভাইরাল হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি। তাঁর ওই বিখ্যাত গান ২০২২ সালে ‘থ্যাঙ্ক গড’ নামের বলিউড সিনেমায় ব্যবহৃত হয়েছিল। আরও ভালো করে বললে সেই গানটির হিন্দি ভার্সন ছিল সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমাটিতে। সেই হিন্দি গানটির দু’কলি প্রাক্তন পাক তারকা রামিজ রাজার সঙ্গে গেয়েছেন ইয়োহানি। সেই ভিডিয়ো টুইটারে ভাইরাল হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গেও ইয়োহানির দেখা হয়েছিল। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব। তাই তিনি শ্রীলঙ্কায় রয়েছেন। দিন কয়েক আগে লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ইয়োহানি তাঁর জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিতে’ গেয়েছিলেন। এ বার শ্রীলঙ্কায় সাকিবকে পেয়ে তাঁর সঙ্গে কথা বলেন ইয়োহানি। শ্রীলঙ্কায় তাঁর খেলার অভিজ্ঞতা নিয়ে জিজ্ঞাসা করেন।

বাংলাদেশী তারকা অলরাউন্ডার সাকিব বলেন, ‘যতদূর মনে পড়ছে অনূর্ধ্ব-১৯ থেকে বেশ নিয়মিতই আমি শ্রীলঙ্কা সফরে আসি। প্রতি দুই বছরে অন্তত এক বার বাংলাদেশ সফর করে শ্রীলঙ্কায়। এখানে তাই আমি বেশ অনেকবারই এসেছি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে আমি এই প্রথম বার খেলছি। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। সময়টা বেশ ভালো কাটছে। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আশা করি, আমরা এই ফর্ম ধরে রাখতে পারব।’ এরপর ইয়োহানির সঙ্গে তাল মিলিয়ে সাকিব ভারতীয় কিংবদন্তি গায়ক মহম্মদ রফির জনপ্রিয় ‘আজকাল তেরে মেরে পেয়ারকে চার্চে’ গানটি গেয়ে শোনান।

Next Article