কলকাতা : ইমার্জিং এশিয়া কাপের (Emerging Asia Cup 2023) ফাইনালে ১২৮ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে ভারত। যশ ধুলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্রিগেড কার্যত ধসে পড়ে পাকিস্তানের সামনে। বড় ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারতীয় সমর্থকদের কটাক্ষের মুখে পড়ে পাকিস্তান। কারণ ইমার্জিং এশিয়া কাপ হলেও পাকিস্তান দলের বেশিরভাগ সদস্যই ছিলেন সিনিয়র। যাঁদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে ভারতের ইমার্জিং এশিয়া কাপের দল গঠন করা হয় তরুণ ক্রিকেটারদের নিয়ে। এই অসম লড়াইয়ের কারণে পাকিস্তান জিতেছে বলে কটাক্ষ ধেয়ে আসে ভারতীয় সমর্থকদের তরফে। যার জবাব দিলেন পাকিস্তান এ ক্যাপ্টেন মহম্মদ হ্যারিস (Mohammad Haris)। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেছেন, “লোকে বলছে পাকিস্তান সিনিয়র নিয়ে দল পাঠিয়েছে। আমরা তো বলিনি টুর্নামেন্টের জন্য ছোট বাচ্চাদের পাঠাতে। ওরা বলছে আমাদের অভিজ্ঞ টিম। বলুন তো কটা আন্তর্জাতিক ম্যাচ আমরা খেলেছি? স্যাম ৫টা এবং আমি ৬টা খেলেছি। ওরা তো (ভারতীয় ক্রিকেটাররা) ২৬০টা আইপিএল ম্যাচ খেলে এসেছে।” ইন্ডিয়া এ ক্যাপ্টেন যশ ধুলের বয়স নেহাত ২০ বছর। এখনও সিনিয়র টিমে ডেবিউ হয়নি তাঁর। উল্টোদিকে পাক ক্যাপ্টেন মহম্মদ হ্যারিসের গতবছর জাতীয় দলে অভিষেক হয়েছে। দলে ছিলেন শাহনওয়াজ দাহানি, স্যাম আয়ুব, মহম্মদ ওয়াসিম জুনিয়র-সহ বেশ কিছু সিনিয়র প্লেয়ার।
ফাইনালে তৈয়ব তাহিরের শতরানের দৌলতে ৫০ ওভারে ৩৫২ রান তোলে পাকিস্তান এ টিম। জবাবে ভারতীয় দল গুটিয়ে যায় ২২৪ রানে। ভারতের ইনিংস স্থায়ী হয় ৪০ ওভার পর্যন্ত। ম্যাচটি ১২৮ রানের বড় ব্যবধানে হেরে যায় ভারতীয় এ টিম।