Pakistan Cricket: ফের বিতর্কে পাকিস্তান, ২০০০ টাকায় বাবরদের সঙ্গে এক টেবলে ডিনার

Jun 05, 2024 | 3:22 PM

Watch Video: বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট যেন একে অপরের দোসর। পাক ক্রিকেটাররা যা-ই করেন শিরোনামে চলে আসেন। বর্তমানে পাকিস্তানের ক্রিকেটাররা বিশ্বকাপ (T20 World Cup 2024) নিয়ে ব্যস্ত। এই যেমন দিন দুয়েক আগে পাক নেতা বাবর আজমের এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

Pakistan Cricket: ফের বিতর্কে পাকিস্তান, ২০০০ টাকায় বাবরদের সঙ্গে এক টেবলে ডিনার
ফের বিতর্কে পাকিস্তান, ২০০০ টাকায় মিলছে বাবরদের সঙ্গে এক টেবলে ডিনারের সুযোগ

Follow Us

কলকাতা: কত রঙ্গ দেখি দুনিয়ায়… এমন কথাই বলতে ইচ্ছে করবে অনেকের পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket) কাণ্ড দেখে। বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট যেন একে অপরের দোসর। পাক ক্রিকেটাররা যা-ই করেন শিরোনামে চলে আসেন। বর্তমানে পাকিস্তানের ক্রিকেটাররা বিশ্বকাপ (T20 World Cup 2024) নিয়ে ব্যস্ত। এই যেমন দিন দুয়েক আগে পাক নেতা বাবর আজমের এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, তিনি সতীর্থ আজম খানকে গণ্ডার বলে ডাকছিলেন। এ বার সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তিনি সরব হয়েছেন তাঁর দেশের এক অবাক করা উদ্যোগ নিয়ে।

কী সেই উদ্যোগ? আসলে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সমর্থকদের এক ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এতে সমস্যার কী আছে? সমস্যা এক জায়গাতেই। তা হল অর্থের বিনিময়ে পাক ক্রিকেটারদের সঙ্গে ডিনার করতে পারবেন তাঁদের সমর্থকরা। এখানেই আপত্তি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এই প্রসঙ্গে বলেন, ‘বিশ্বকাপ খেলতে গিয়ে ক্রিকেটারেরা অফিসিয়ার ডিনারে অংশ নিতেই পারে। কিন্তু বেসরকারি ভাবে ডিনারের আয়োজন করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে, ২৫ ডলারের (২০০০ টাকা) বিনিময়ে ক্রিকেটারদের সঙ্গে দেখা করা যাবে। তাদের সঙ্গে সেলফি তোলা যাবে। অনেতে তো বলতেই পারে, অর্থ উপার্ডনের জন্য এই কাজ করছে আমাদের
টিমের ক্রিকেটারেরা।’

লতিফ অবশ্য জানিয়েছেন টাকার বিনিময়ে পাক ক্রিকেটারদের সঙ্গে দেখা করার ঘটনা নতুন নয়। তিনি বলেন, ‘অনেকে আমাকে এ কথা বলেছে যে, এখানে কোনও ক্রিকেটারের সঙ্গে দেখা করার প্রসঙ্গে এলেই প্রথম প্রশ্ন আসে, কত টাকা দিতে পারবেন? আমাদের সময় তো এমন কিছু ছিল না। হ্যাঁ বিশ্বকাপ খেলতে গেলে আমরাও ২-৩টে ডিনারে যেতাম। সেগুলো সব সরকারি ভাবে আয়োজন করা হত। কিন্তু এখন সেটা আর হচ্ছে না। কোনও চ্যারিটি ডিনার করা হলে বিষয়টা আলাদা হত। একটা অন্যরকম উদ্যোগ নিয়ে যেখানে আবার টাকার বিষয় যুক্ত এবং পাকিস্তান ক্রিকেট ও সর্বোপরি পাকিস্তানের সম্মান জড়িয়ে আছে এমন কিছু করা উচিত নয়।’

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো—

Next Article