Next Test Captain : জাতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক কেকেআর তারকা!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 02, 2023 | 4:48 PM

রোহিত শর্মার পরবর্তী ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাদের নাম ভেসে আসছে।

Next Test Captain : জাতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক কেকেআর তারকা!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : সীমিত ওভারে পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া একপ্রকার নিশ্চিত। সব পরিকল্পনা অনুযায়ী চললে আগামী বছরের টি-২০ বিশ্বকাপে তিনিই নেতৃত্ব দিতে চলেছেন। বর্তমানে বিসিসিআইয়ের (BCCI) মাথাব্যথা পরবর্তী টেস্ট অধিনায়ক বেছে নেওয়া। আপাতত চলতি বছরের ডিসেম্বর মাসের আগে টেস্ট সিরিজ খেলবে না টিম ইন্ডিয়া। তাই বোর্ডের কাছে ভাবনাচিন্তা করার জন্য যথেষ্ট সময় রয়েছে। রোহিত শর্মার পরবর্তী ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাদের নাম ভেসে আসছে। তবে এই নামগুলির একজনকেও ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিলেন না শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার চামিন্ডা ভাস। পরিবর্তে এমন একজনকে বেছে নিলেন যাঁর জাতীয় টেস্ট দলে অভিষেক হয়েছে ২০২১ সালের নভেম্বর মাসে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সেই তারকাকেই পরবর্তী ক্যাপ্টেন বেছে নিয়েছেন চামিন্ডা ভাস। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রাক্তন লঙ্কান পেসার শ্রেয়স আইয়ারের মধ্যে পরবর্তী টেস্ট ক্যাপ্টেনকে খুঁজে পাচ্ছেন। কিন্তু কেন? রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, “শ্রেয়স আইয়ারই হতে পারে সবচেয়ে সেরা ক্যাপ্টেন। কেরিয়ারের প্রথম টেস্ট ও শতরান করেছিল। পাশাপাশি ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রয়েছে। আমি যা দেখছি তাতে ওই টিমকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যেতে শ্রেয়সই হবে সেরা বিকল্প।” ২৮ বছরের আইয়ার বর্তমানে পিঠের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। এখনও পর্যন্ত মোট ১০টি টেস্ট খেলেছেন ভারতের হয়ে। যেখানে ৪৪.৪০ গড়ে ৬৬৬ রান রয়েছে তাঁর।

গতবছরের জানুয়ারি মাসে টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব পান রোহিত শর্মা। বিরাট কোহলির হঠাৎ নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় রাতারাতি লাল বলের ফরম্যাটে নেতৃত্বভার চাপে রোহিতের উপর। রোহিতের নেতৃত্বে চলতি বছরের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে ভারত। তবে পরবর্তী ডব্লিউটিসি ফাইনাল পর্যন্ত রোহিত শর্মার বয়স গিয়ে দাঁড়াবে ৩৮-৩৯। সেকথা মাথায় রেখে এখন থেকেই নয়া টেস্ট ক্যাপ্টেনের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Next Article