ভারতীয় ক্রিকেটে সাড়া পড়ে গিয়েছে। হওয়ারই কথা। ৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি করাই কঠিন। সেখানে ট্রিপল সেঞ্চুরি! শুধু তাই নয়, অপরাজিত ৩৪৬ রান! ইরা যাদবের অবিশ্বাস্য ইনিংস। উইমেন্স প্রিমিয়ার লিগের অকশনে নাম লিখিয়েছিলেন মুম্বইয়ের এই ব্যাটার। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। আসন্ন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। মুম্বইয়ের ১৪ বছরের সেই ইরা যাদবই দুর্দান্ত ইনিংসে তাক লাগিয়ে দিল।
ঘরোয়া অনূর্ধ্ব ১৯ মেয়েদের ওয়ান ডে টুর্নামেন্টে মেঘালয়ের বিরুদ্ধে রানের পাহাড় মুম্বইয়ের। আর এর কারণ ইরা যাদবের ইনিংস। বেঙ্গালুরুর অদূরে আলুর ক্রিকেট মাঠে প্রথমে ব্যাট করে মাত্র ৩ উইকেটে ৫৬৩ রান করে মুম্বই! এর মধ্যে ইরা যাদবই করেছেন ১৫৭ বলে অপরাজিত ৩৪৬ রান। ৪২টি বাউন্ডারি এবং ১৬টি ছয় রয়েছে ইরার বিধ্বংসী ইনিংসে। স্ট্রাইকরেট ২২০.৩৮! টি-টোয়েন্টি ক্রিকেটেও যা ভাবা যায় না। ওয়ান ডে ম্যাচে সেটাই করে দেখাল ইরা। এই স্ট্রাইকরেট তাও আবার প্রায় সাড়ে তিনশো রানের ইনিংসে! অবিশ্বাস্য।
মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ওয়ান ডে ফরম্যাটে সর্বাধিক স্কোরের বিশ্বরেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার লিজা লি-র। পুমালঙ্গার হয়ে ২০১০ সালে কেই টিমের বিরুদ্ধে ৪২৭ রান করেছিলেন লিজা। যা পরিস্থিতি, ৪-৫ ওভার বাকি থাকলে হয়তো এই রেকর্ডও ভেঙে দিত ইরা যাদব। মুম্বইয়ের হয়ে ওপেনিংয়ে নামা ইরা দ্বিতীয় উইকেটে ক্যাপ্টেন হার্লি গালাকে নিয়ে ২৭৪ রানের পার্টনারশিপ গড়ে। এই পার্টনারশিপে ইরার অবদান ৭১ বলে ১৪৯। এরপর দীক্ষা পওয়ারের সঙ্গে ১৮৬ রানের জুটি গড়ে ইরা। এর মধ্যে ৫০ বলে ১৩৭ রানের অবদান ১৪ বছরের ইরা যাদবের। মেঘালয়ের তিন বোলার একশোর উপর রান দিয়েছেন।
সারদ্রাশ্রম বিদ্যামন্দির আন্তর্জাতিক স্কুলের ছাত্রী। আর এই স্কুলের প্রাক্তন ছাত্রদের তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি, অজিত আগরকরের মতো ক্রিকেটাররা। উইমেন্স প্রিমিয়ার লিগে এ বারের অকশনে কনিষ্ঠতম ছিল ইরা যাদবই। যদিও অবিক্রিত থাকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মূল স্কোয়াডে কেউ চোট পেলে, ইরা যাদবকে যোগ করা হতে পারে।
Record Alert 🚨
Ira Jadhav of Mumbai has smashed the highest individual score in Women’s Under 19 One Day Trophy history 🔥
She scored 346* (157) against Meghalaya in Bangalore, powering Mumbai to a massive 563/3 👌👌@IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/Jl8p278OuG pic.twitter.com/0dMN6RKeHD
— BCCI Domestic (@BCCIdomestic) January 12, 2025