Gautam Gambhir: হার্দিক নন,রোহিতই যোগ্য অধিনায়ক, মনে করছেন গম্ভীর

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 11, 2023 | 4:11 PM

Gautam Gambhir On Virat Kohli:নতুন বছরের জুন মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপ। এই মহাযুদ্ধে কি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যাবে? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। এ বার এই বিষয়ে মুখ খুললেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য গৌতম গম্ভীর। বয়স নয়, ফর্মের বিচার করে রোহিতের হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে মনে করছেন গৌতি। এ ছাড়া রোহিতের পাশে বিরাট কোহলিকে দেখার ইচ্ছেও প্রকাশ করেছে তিনি। এই বিষয়ে কী বলছেন তিনি?

Gautam Gambhir: হার্দিক নন,রোহিতই যোগ্য অধিনায়ক, মনে করছেন গম্ভীর
গৌতম গম্ভীর ও রোহিত শর্মা
Image Credit source: ছবি: X

Follow Us

নয়াদিল্লি: তীরে এসে ডুবেছে তরী। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভঙ্গ হয়েছে ভারতের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) স্বপ্ন। তবে ফের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। নতুন বছরের জুন মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপ। এই মহাযুদ্ধে কি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যাবে? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। এ বার এই বিষয়ে মুখ খুললেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য গৌতম গম্ভীর। বয়স নয়, ফর্মের বিচার করে রোহিতের হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে মনে করছেন গৌতি। এ ছাড়া রোহিতের পাশে বিরাট কোহলিকে দেখার ইচ্ছেও প্রকাশ করেছে তিনি। এই বিষয়ে কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শেষ ২০২২ টি-২০ বিশ্বকাপে দেখা গিয়েছিল রোহিত-বিরাটকে। আসন্ন টি-২০ বিশ্বকাপে কি দুই মহাতারকার ব্যাটের ঝলক দেখা যাবে না? বিশ্বকাপ মিটতেই এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলছেন, বিরাট-রোহিতকে হয়তো নতুন বছরের বিশ্বকাপে পাওয়া যাবে না। পরবর্তী মহাযুদ্ধে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, এমনটাই ক্রিকেটপ্রেমীদের একাংশের মত। তবে এ সব জল্পনায় খুব একটা কান দিচ্ছেন না গৌতম। তাঁর মতে, হিটম্যানই ভারতের নেতা হিসেবে যোগ্য। সম্প্রতি এই প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, “বয়সকে আমি খুব একটা গুরুত্ব দিই না। রোহিত, বিরাট দু’জনেই যদি ফর্মে থাকে তবে ওদের অবশ্যই টি-২০ বিশ্বকাপে খেলা উচিত।”

 

টি-২০ বিশ্বকাপের নেতা হিসেবে গৌতমের ফেভারিট লিস্টে রয়েছেন রোহিতই। এই বিষয়ে গম্ভীরের বক্তব্য, “গত বছর হার্দিক দলকে নেতৃত্ব দিলেও, রোহিতের মতো দক্ষ অধিনায়কের কোনও বিকল্প নেই। ও কত বড় মাপের ব্যাটার এবং অধিনায়ক হিসেবে কতটা সফল তা ওডিআই বিশ্বকাপেই প্রমাণ হয়ে গিয়েছে। তাই আমার মতে রোহিতের হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়া উচিত।” বিরাটের সঙ্গে গম্ভীরের সম্পর্ক কোনওদিনই খুব একটা ভালো নয়। সুযোগ পেলেই বিরাটকে এক হাত নেন গৌতি। তবে ওডিআই বিশ্বকাপে বিরাটের প্রশংসা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। এ বারও কোহলির সুনাম করতে শোনা গেল গৌতমকে। নতুন বছরে টি-২০ বিশ্বকাপে বিরাটকে দেখতে চাইছেন তিনি। এই প্রসঙ্গে গৌতম বলছেন, “বিরাট সব ফর্ম্যাটেই সফল। ওকে নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। ওর মধ্যে একটা খিদে রয়েছে। বিশ্বকাপে নিজেকে আরও একবার প্রমাণ করেছে ও। আমার মনে হয়, টি-২০ বিশ্বকাপে বিরাটকে অবশ্যই খেলানো উচিত।”