রাজকোট: নক আউটে উঠলেই কি চাপে পড়ে ঘেঁটে যায় টিমের পারফরম্যান্স? বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ সেই প্রশ্নই তুলে দিল আর একবার। আর একবার দেখতে হল বাংলার ব্যাটিং ভরাডুবি। একা কুম্ভ হয়ে লড়লেন শুধু বাংলার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। হরিয়ানার বিরুদ্ধে রাজকোটে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২২৫ রান তুলেছে বাংলা। তার মধ্যে একাই ১০০ রান করেন শাহবাজ আহমেদ। সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবি ট্রেডিংয়ে সানরাইজার্স হায়দরাবাদে পাঠিয়েছে শাহবাজ আহমেদকে। এ বার কি এই সিদ্ধান্তের জন্য মাথায় হাত পড়বে বিরাটের আইপিএল দলের? চলতি বিজয় হাজারে ট্রফিতে ছন্দে রয়েছেন বাংলার অলরাউন্ডার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে গুজরাটের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতেছিল বাংলা। ছিল জোড়া শতরানও। তারপর বাংলা টিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে সেই বাংলাকেই দেখাল ছন্নছাড়া। অধিনায়ক সুদীপ ঘরামি প্রি-কোয়ার্টার ফাইনালে শতরান করেছিলেন। বাংলার সিনিয়র ব্যাটার অনুষ্টুপ মজুমদার ১০২ রানে অপরাজিত থাকেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে তাঁদের ব্যাট চলেনি। অধিনায়ক সুদীপ করেন ২১ রান। আর অনুষ্টুপের ব্যাটে আসে ১৪ রান। একের পর উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাকে ম্যাচের ফেরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শাহবাজ আহমেদ।
A fantastic fighting 💯 from Shahbaz Ahmed 👏👏
Follow the Match ▶️ https://t.co/Ife9ABthHS#VijayHazareTrophy | @IDFCFIRSTBank pic.twitter.com/6SadrpZ0ES
— BCCI Domestic (@BCCIdomestic) December 11, 2023
১১৮ বলে ১০০ রান করেন শাহবাজ আহমেদ। তাতে রয়েছে ৪টি চার ও ৪টি ছয়। ৫০তম ওভারে তাঁর উইকেট তুলে নেন রাহুল তেওয়াটিয়া। অবশ্য বাংলার এই ব্যাটিং ভরাডুবির বড় কারণ, যুজবেন্দ্র চাহাল। তিনি ১০ ওভার বল করে ৪টি উইকেট তুলে নেন। পাশাপাশি হরিয়ানার হয়ে ২টি করে উইকেট নেন সুমিত কুমার ও রাহুল তেওয়াটিয়া। একটি উইকেট নেন নিশান্ত সিন্ধু। এই ম্যাচ জিতে পরের রাউন্ডে যেতে হলে হরিয়ানাকে ৫০ ওভারে তুলতে হবে ২২৬ রান। ব্যাট হাতে নিজের কাজ করেছেন শাহবাজ। এ বার দেখার বল হাতে তিনি বাংলার উদ্ধারকর্তা হতে পারেন কিনা।