Gautam Gambhir: ও আমার রাতের ঘুম ওড়াত… কাকে IPLএ সবচেয়ে বেশি ভয় পেতেন গম্ভীর?

Feb 19, 2024 | 12:48 PM

Watch Video: গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এ বার মেন্টর হিসেবে কেকেআরকে তৃতীয় বার ট্রফির স্বাদ দিতে চান গৌতি। সম্প্রতি আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে #IPLONSTAR শো-তে জানিয়েছেন তাঁর আইপিএল কেরিয়ারের কিছু কথা। সেখানেই তিনি জানিয়েছেন, তিনি আইপিএল খেলার সময় কার জন্য ঘুমোতে পারতেন না। নাম শুনলে আপনিও অবাক হবেন।

Gautam Gambhir: ও আমার রাতের ঘুম ওড়াত... কাকে IPLএ সবচেয়ে বেশি ভয় পেতেন গম্ভীর?
Gautam Gambhir: ও আমার রাতের ঘুম ওড়াত... কার জন্য IPL খেলার সময় দু'চোখের পাতা এক করতে পারতেন না গম্ভীর?

Follow Us

কলকাতা: ভোটের বাজারেও ভারতের মাটিতেই হবে ১৭তম আইপিএল (IPL)। কিছুদিন আগেই তা জানা গিয়েছে। এ বারের আইপিএলে ফের নাইট জার্সিতে দেখা যাবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। তিনি অবশ্য খেলবেন না। আসলে কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম এ বার নাইটদের মেন্টর। গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে আর নাইট শিবিরে আইপিএল ট্রফি আসেনি। এ বার মেন্টর হিসেবে কেকেআরকে তৃতীয় বার ট্রফির স্বাদ দিতে চান গৌতি। সম্প্রতি আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে #IPLONSTAR শো-তে জানিয়েছেন তাঁর আইপিএল কেরিয়ারের কিছু কথা। সেখানেই তিনি জানিয়েছেন, তিনি আইপিএল খেলার সময় কার জন্য ঘুমোতে পারতেন না। নাম শুনলে আপনিও অবাক হবেন।

নাইটদের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর জানিয়েছেন, তিনি যখন আইপিএলে খেলতেন তখন রোহিত শর্মাকে সব সময় ভয় পেতেন। তাঁর কথায়, ‘রোহিত শর্মাই হল এমন একজন প্লেয়ার, যাঁর জন্য আমার ঘুমহীন রাত কাটত। ক্রিস গেইস, এবি ডি ভিলিয়ার্স বা অন্য কারও জন্য নয়। শুধুমাত্র রোহিতই আমার রাতের ঘুম কাড়ত। রোহিত ফর্মে থাকলে আমাকে ওর জন্য প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি-ও তৈরি রাখতে হত। আমি মনে করি রোহিতকে কেউ নিয়ন্ত্রণে রাখতে পারে না। আইপিএলে তাই একমাত্র ব্যাটার রোহিতকেই ভয় পেতাম। রোহিত শর্মার ছাড়া আর কারও জন্য আইপিএলে আমাকে অত প্ল্যান করতেই হয়নি।’

তিনি যখন আইপিএলে খেলতেন সেই সময় রোহিতকে নিয়ে ম্যাচের আগে বরাবর বিশেষ পরিকল্পনা করতেন। গৌতির মাথায় ঘুরত যদি তাড়াতাড়ি সুনীল নারিনের ওভার শেষ হয়ে যায়, আর রোহিত যদি ক্রিজে সেট হয়ে যান তা হলে এক ওভারে তিনি ৩০ রানও তুলে নিতে পারেন। তাই গৌতমের কাছে সব সময় প্ল্যান এ, বি এমনকি প্ল্যান সি-ও থাকত।

এ বারের আইপিএলটা রোহিত শর্মার জন্য একটু আলাদা হতে চলেছে। কারণ তিনি আর পাঁচ বারের আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নেই। তাঁর জায়গা নিয়েছেন এখন হার্দিক পান্ডিয়া। এ বার দেখার শুধু ব্যাটার রোহিত আইপিএলে কেমন পারফর্ম করেন।

 

Next Article