ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও সরকারি ভাবে নতুন কোচের নাম ঘোষণা করেনি। জিম্বাবোয়ে সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই কি দায়িত্ব নিচ্ছেন গৌতম গম্ভীর? পরিস্থিতি এমনই বলছে। জিম্বাবোয়ে সফরে কোচ হিসেবে রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। দ্রুতই কেকেআরকে বিদায় জানিয়ে দায়িত্ব নিচ্ছেন গৌতম গম্ভীর?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্স। শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করে। এরপর প্রথম কোয়ালিফায়ারে বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে ফাইনালে। ট্রফির ম্যাচেও কেকেআরের সামনে ছিল সানরাইজার্সই। ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। দু-বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে। গত মরসুমে নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যোগ দেন গৌতম গম্ভীর। নতুন ভূমিকাতেও কেকেআরকে ট্রফি দেন। এ বার বিদায় জানানোর পালা!
সূত্রের খবর, শুক্রবার রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে একটি ভিডিয়ো শুট করেছেন গৌতম গম্ভীর। যেখানে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তাঁর সফর দেখানো হবে। খুব তাড়াতাড়িই হয়তো সেই ভিডিয়ো কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে। টাইমস নাও এর খবর অনুযায়ী শুক্রবার রাতে এই শুটিং হয়েছে। কেকেআরকে বিদায় জানানোর একটাই ইঙ্গিত হতে পারে। জাতীয় দলের দায়িত্ব নেওয়া।
আইপিএল ফাইনালের পরই বোর্ড সচিব জয় শাহর সঙ্গে দীর্ঘ আলোচনা হয় কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের। এরপর প্রক্রিয়া মেনে ইন্টারভিউও দেন। যদিও গম্ভীরই যে বোর্ডের প্রথম পছন্দ এ বিষয়ে সন্দেহ নেই। তিনি নানা শর্তও দিয়েছেন। বোর্ডের সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিল, গম্ভীরের একাধিক শর্ত মেনেও নেওয়া হয়েছে। কেকেআরকে বিদায় জানানোর ভিডিয়ো শুট করার বিষয়টি সত্যি হলে, খুব তাড়াতাড়ি বোর্ডের বিবৃতি আসতে চলেছে।
এক কর্তা সংশ্লিষ্ট নিউজ চ্যানেলকে জানিয়েছেন, গম্ভীর চেয়েছিল কেকেআর সমর্থকদের বিশেষ বার্তা দিয়ে বিদায় জানাতে। সে কারণেই এই শুটিং। খুব ঘটা করে এটা হয়নি। গম্ভীরও চায়নি বিষয়টি নিয়ে ভিড় জমুক।