IND vs ZIM: আজ দ্বিতীয় ম্যাচ; যে ভুলগুলি শুধরে নামতে হবে শুভমনদের…

Jul 07, 2024 | 12:25 AM

India tour of Zimbabwe: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং তাণ্ডব দেখা গিয়েছিল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা পর্বে খাবি খেয়েছেন ব্যাটাররা। টি-টোয়েন্টি মানেই প্রথম বল থেকেই মারতে হবে, এমন দিব্যি কেউ দেয়নি। বিশ্বকাপে যেটা বিরাট কোহলি খুব ভালো বুঝেছেন। পুরো টুর্নামেন্টে রানের জন্য মরিয়া ছিলেন। ফাইনালে প্রথমে ইনিংস অ্যাঙ্কর করেন, এরপর ঝড় তোলেন।

IND vs ZIM: আজ দ্বিতীয় ম্যাচ; যে ভুলগুলি শুধরে নামতে হবে শুভমনদের...
Image Credit source: AFP

Follow Us

জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজার বয়স ৩৮। অভিজ্ঞতাও প্রচুর। কিন্তু স্কোয়াডের বাকিদের যে বিশাল অভিজ্ঞতা রয়েছে তা নয়। সে কারণেই কি আত্মতুষ্টি কাজ করছিল ভারতীয় শিবিরে? হারের পর এই প্রশ্নই উঠছে। বিশেষ করে অস্বস্তিতে ফেলেছে তিন অভিষেককারীর পারফরম্যান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একের পর এক বিধ্বংসী পারফরম্যান্সে নজর কেড়েছেন অভিষেক শর্মা, রিয়ান পরাগরা। প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া কিপার ব্যাটার ধ্রুব জুরেল এই ফরম্যাটে দেশের হয়ে প্রথম বার খেললেও, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে নজর কেড়েছিলেন। আইপিএলেও দুর্দান্ত। কিন্তু জাতীয় দলের জার্সির ওজন যে খুবই কঠিন, তার একটা উদাহরণ হয়তো পেয়েছেন। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। যে ভুলগুলি শুধরে নামতে হবে শুভমনদের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং তাণ্ডব দেখা গিয়েছিল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা পর্বে খাবি খেয়েছেন ব্যাটাররা। টি-টোয়েন্টি মানেই প্রথম বল থেকেই মারতে হবে, এমন দিব্যি কেউ দেয়নি। বিশ্বকাপে যেটা বিরাট কোহলি খুব ভালো বুঝেছেন। পুরো টুর্নামেন্টে রানের জন্য মরিয়া ছিলেন। ফাইনালে প্রথমে ইনিংস অ্যাঙ্কর করেন, এরপর ঝড় তোলেন। ফাইনালে বিরাটের ইনিংসটাই যেন উদাহরণ হওয়া উচিত ভারতের তরুণ ব্যাটারদের কাছে।

অভিষেক শর্মা আইপিলে ২০০-র উপর স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। তবে জিম্বাবোয়েতে পরিস্থিতি অন্য। পিচে অসমান বাউন্স দেখা গিয়েছে। স্পিনারদের জন্যও সহায়তা রয়েছে। আজও যদি একই পিচে খেলা হয়, সময় নিতে হবে। অভিষেক যে বলটা মেরেছিলেন, হয়তো একশোর মধ্যে ৯০ বারই বাউন্ডারির বাইরে পাঠাতে পারবেন। কিন্তু এক্সট্রা বাউন্সের কারণেই বল ঠিক ঠাক কানেক্ট হয়নি। রিয়ান পরাগ যে বলে মিড অফে সেটি থমকে এসেছিল। যে গতি আশা করেছিলেন, সেই অনুযায়ী এলে মিড অফের উপর দিয়ে বাউন্ডারিই হত।

উল্টোদিক থেকে উইকেট পড়ায় ক্যাপ্টেন শুভমন গিলও চাপে পড়েন। ম্যাচ শেষে তিনি স্বীকার করে নেন, সকলেই বড্ড তাড়াহুড়ো করে ফেলেছেন। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম বার শূন্যতে আউট হয়েছেন। তাঁর ক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এক্সট্রা বাউন্স। পাওয়ার প্লে-তে দ্রুত রান করা যেমন জরুরি, তেমনই উইকেট বাঁচানোও। সুতরাং, এই ভুলগুলো শুধরেই হয়তো নামার বার্তা দেবেন ক্যাপ্টেন শুভমনও। তেমনই ফিল্ডিংয়ে ‘গা-ছাড়া’ মানসিকতাও বদলাতে হবে।

ভারত-জিম্বাবোয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি, ভারতীয় সময় বিকেল ৪.৩০,

সোনি স্পোর্টসে সম্প্রচার, সোনি লিভ-এ স্ট্রিমিং

Next Article