IND vs ZIM: বিশ্বকাপ বঞ্চনার জবাব বিষ্ণোইয়ের! কেরিয়ার সেরা বোলিং হারারেতে

Jul 06, 2024 | 11:17 PM

India tour of Zimbabwe: ধারাবাহিক ভালো পারফর্ম করার পরও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়াই কি বাড়তি তাগিদ এনেছে রবি বিষ্ণোইয়ের মধ্যে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন। জাতীয় দলের হয়েও। তবে অভিজ্ঞতায় বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ মেলে চাহালের। যদিও এক ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। জিম্বাবোয়ে সিরিজে শুভমন গিলের নেতৃত্বে একেবারে তরুণ দল বেছে নেওয়া হয়েছে।

IND vs ZIM: বিশ্বকাপ বঞ্চনার জবাব বিষ্ণোইয়ের! কেরিয়ার সেরা বোলিং হারারেতে
Image Credit source: AFP

Follow Us

টি-টোয়েন্টি বিশ্বকাপ টু টি-টোয়েন্টি বিশ্বকাপ। সিনিয়র দলের অনেক ক্রিকেটারই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বরাপের পর এই ফরম্যাটে খেলেননি। তেমনই একজন যুজবেন্দ্র চাহাল। সীমিত সুযোগ পেয়েছেন। তুলনামূলক ভাবে বেশি খেলানো হয়েছে তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোইকে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা মেলেনি। এ বারের বিশ্বকাপের স্কোয়াডে চার স্পিনার ছিলেন। এর মধ্যে দুই বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল। এ ছাড়া চায়নম্যান কুলদীপ যাদব এবং ডান হাতি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

ধারাবাহিক ভালো পারফর্ম করার পরও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়াই কি বাড়তি তাগিদ এনেছে রবি বিষ্ণোইয়ের মধ্যে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন। জাতীয় দলের হয়েও। তবে অভিজ্ঞতায় বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ মেলে চাহালের। যদিও এক ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। জিম্বাবোয়ে সিরিজে শুভমন গিলের নেতৃত্বে একেবারে তরুণ দল বেছে নেওয়া হয়েছে। লেগ স্পিনার হিসেবে রয়েছেন রবি বিষ্ণোই। প্রথম ম্যাচেই কেরিয়ার সেরা বোলিং করলেন।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে ১৩ রানে হার ভারতের। বোলাররা অবশ্য ম্যাচে রেখেছিলেন ভারতকে। বিশেষ করে বলতে হয় রবি বিষ্ণোইয়ের কথা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন শুভমন গিল। ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরুতেই ধাক্কা দেন মুকেশ কুমার। এরপর রবির দাপট। ৪ ওভারের মধ্যে দুটি মেডেন। মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন রবি বিষ্ণোই।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই ম্যাচের বোলিং পরিসংখ্যানই তাঁর কেরিয়ার সেরা। ব্যাট হাতেও অবদান রাখার চেষ্টা করেন। ৮ বলে ৯ রান করেন। যদিও সেটা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বোলিংয়ে বাড়তি নজর থাকবে রবির উপরই।

Next Article