নয়াদিল্লি: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) উপস্থিতি ভারতীয় টিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাড়তি কিছু দিতে পারে। এমনই মনে করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম নির্বাচনে চেতন শর্মার নির্বাচক মণ্ডলীর দুটো ‘মুভ’ নিয়ে ভীষণ চর্চা চলছে। প্রথমটা, মেন্টর হিসেবে ভারতীয় টিমের সঙ্গে ধোনিকে জুড়ে ফেলা। আর দুই, রবিচন্দ্রন অশ্বিনকে টিমে ফেরানো।
ধোনির ভূমিকা কী হবে টিমে? মেন্টর মানে কি শুধু টিমকে উজ্জীবিত করা? যেমন আইপিএলের টিমগুলোতে কোনও না কোনও নামী ক্রিকেটারকে জুড়ে ফেলা হয় মেন্টর হিসেবে? নাকি, টিমের খুঁটিনাটি অনেক বিষয়ে নিজের মতামত রাখতে পারবেন প্রাক্তন ক্যাপ্টেন? এই প্রশ্ন যখন বড় হয়ে উঠছে, তখন গম্ভীরের মতো বিশেষজ্ঞ কিন্তু বলে দিচ্ছেন, ধোনির কাছ থেকে অনেক কিছু পেতে ভারতীয় টিম। তাঁর কথায়, ‘ধোনির ভূমিকা কী হবে, সেটা নিশ্চয় ঠিক করা হবে। এটা ভুললে চলবে না, টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত কিন্তু বেশ ভালো টিম। সাফলও। বিরাট এবং কোচ শাস্ত্রী টিমকে যা দিচ্ছে, তার বাইরে কিছু দিতে হবে ধোনিকে। আমার মনে হয়, কঠিন পরিস্থিতিগুলো কী ভাবে সামলাতে হয়, তা বোঝানোর জন্য মেন্টর হিসেবে টিমে নেওয়া হয়েছে ধোনিকে। যদি চাপের কথাই ভাবা হয়, দেখা যাবে, কঠিন ম্যাচগুলোতে হেরেই অতীতে ছিটকে গিয়েছে ভারত। ধোনির অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে লাগবে। ধোনির এই ভূমিকাটা কিন্তু ভীষণ কাজে লাগবে রাহুল চাহার, বরুণ চক্রবর্তীদের মতো তরুণ ক্রিকেটারদের।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমে সবচেয়ে বড় চমক রবিচন্দ্রন অশ্বিনের প্রত্যাবর্তন। দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে ব্রাত্য রাখা হয়েছিল তাঁকে। সেই অশ্বিনকে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, ‘অশ্বিনের মতো ক্রিকেটারের সাদা বলের ক্রিকেট থেকে বাইরে রাখার কোনও মানে হয় না। ওর টিমে থাকা মানেই ভারসাম্যটাই পাল্টে যাওয়া। ও নতুন বলে যেমন বল করতে পারে, মাঝের ওভার কিংবা ডেথেও বল করতে পারে। যে কোনও কন্ডিশনে বল করতে পারা বোলাররা সব সময় টিমের গুরুত্বপূর্ণ হয়।’
বিরাট কোহলির টিমে সূর্যকুমার যাদবের ঢুকে পড়ার মধ্যেও পজিটিভ দিক দেখতে পাচ্ছেন গম্ভীর। তাঁর যুক্তি, ‘সূর্য অন্য ক্লাসের ক্রিকেটার। ওর ক্রিকেটে বৈচিত্র অনেক বেশি। চেনা গতের বাইরের ক্রিকেটার। এই রকম অন্য ধারার ক্রিকেটারদের টি-টোয়েন্টি ফর্ম্যাটে খুব দরকার। যারা আশ্চর্য শটে রান এনে দিতে পারে টিমকে। কুড়ি-বিশে চার নম্বর পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। আমি তো বলব, টপ তিনজন ব্যাটসম্যানের কাজটা অনেক সহজ হয়। কিন্তু শুরুর দিকে যদি উইকেট পড়ে যায়, তা হলে চার নম্বর ব্যাটসম্যানের উপরেই নির্ভর করতে হয়। যে টিমকে টানতে পারে, ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারে। এই কোয়ালিটিগুলো সূর্যের মধ্যে আছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দিতে পারে পাকিস্তান, এমনই মনে করছেন গম্ভীর। বলেছেন, ‘পাকিস্তান সব সময় ভয়ঙ্কর টিম। যে কোনও সময় যে কোনও টিমকে হারিয়ে দিতে পারে। আবার হেরেও যেতে পারে। বাবর আজম, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফের মতো প্লেয়ার রয়েছে ওদের টিমে, যারা প্রতিপক্ষকে বেগ দিতে পারে।’
আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপের দল নির্বাচনে হার্দিককে নিয়ে যত আলোচনা