Pakistan Cricket ভিডিয়ো: ‘বিরিয়ানি, কম্বলও দিন…’, পাকিস্তানের ক্যাচিং ড্রিল দেখে হাসির রোল

Pakistan Cricket Team Roasted: টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২২ সালের রানার্স টিম পাকিস্তান। সদ্য সমাপ্ত বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় পাকিস্তান। প্রথম বার বিশ্বকাপে খেলতে নামা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে পাকিস্তান। কাগজে কলমে অনেক অনেক শক্তিশালী পাকিস্তান ক্রিকেট টিম। তাদের সুপার ওভারে হারিয়ে দিয়েছে আমেরিকা।

Pakistan Cricket ভিডিয়ো: 'বিরিয়ানি, কম্বলও দিন...', পাকিস্তানের ক্যাচিং ড্রিল দেখে হাসির রোল
Image Credit source: ScreenGrab
Follow Us:
| Updated on: Jul 04, 2024 | 12:05 AM

রাহুল দ্রাবিড়ের সেই বিজ্ঞাপনটা মনে পড়ে! যেখানে তিনি ক্রিকেট শিখতে আসা খুদেদের প্রশ্ন করেন, একদিন এই মাটির জন্যই তো খেলতে চাও, তা হলে প্রমাণ করে দেখাও। সেটা স্রেফ বিজ্ঞপন। তবে লাইনটা মন ছুঁয়ে যাওয়ার মতোই। আর যে মাটি অর্থাৎ দেশের জন্য খেলার স্বপ্ন দেখা, তাতেই ভয়! পাকিস্তানের প্র্যাক্টিস ড্রিলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা নিয়েই হাসির রোল। হবে নাই কেন। কেউ কোনও দিন এমন দৃশ্য দেখেছেন কিনা সন্দেহ। বাড়িতে নিজের রুমে প্র্যাক্টিস করলে আলাদা ব্যাপার। কিন্তু মাঠে কেউ এ ভাবে প্র্যাক্টিস করে! মাঠে ঘাস থাকতেও ম্যাট্রেস! যা দেখে অনেকেই মন্তব্য় করছেন, ওদের কম্বলও দিন!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২২ সালের রানার্স টিম পাকিস্তান। সদ্য সমাপ্ত বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় পাকিস্তান। প্রথম বার বিশ্বকাপে খেলতে নামা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে পাকিস্তান। কাগজে কলমে অনেক অনেক শক্তিশালী পাকিস্তান ক্রিকেট টিম। প্রাক্তন চ্যাম্পিয়নও। তাদের সুপার ওভারে হারিয়ে দিয়েছে আমেরিকা। এরপর ভারতের কাছে হেরে সুপার এইটের রাস্তা বন্ধ হয়ে যায়। টুর্নামেন্টের শুরু থেকেই নানা সমালোচনার সামনে পড়েছিল পাকিস্তান। বিশ্বকাপ শেষ হতেও তা থামছে না।

সদ্য একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। বলা হচ্ছে, পাকিস্তানের প্রাক মরসুম প্রস্তুতির ভিডিয়ো। ক্যাচিং ড্রিল চলছিল পাকিস্তান ক্রিকেটারদের। মাঠে ঘাস থাকা সত্ত্বেও গদি পেতে ক্যাচিং প্র্যাক্টিস করছে পাকিস্তান ক্রিকেট টিমের প্লেয়াররা। মাটিতে পড়ার ভয়েই কি এমন পন্থা! যা অবশ্য হাসির রোল তুলেছে। ম্যাট্রেস যখন দেওয়াই হয়েছে, তা হলে কম্বলও দেওয়া হোক! এমন মন্তব্যে ভরে গিয়েছে।