মেলবোর্ন: করোনামুক্ত হওয়ার পর মাঠে ফিরেই অবিশ্বাস্য ফিল্ডিং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell)। অনেকটা দৌড়ে বাজপাখির মতো উড়ে বাঁ-হাত দিয়ে ছোঁ মেরে বল ধরলেন। ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ দেখে হতবাক মাঠে উপস্থিত সমস্ত ক্রিকেটাররা। বিগ ব্যাশ লিগের (BBL) ম্যাচে এমন অবিশ্বাস্য ক্যাচ ধরে শোরগোল ফেলে দিলেন ম্যাক্সওয়েল। উত্তেজিত ব্রেট লি (Brett Lee) বলেন, ‘বিগ ব্যাশ লিগের সেরা ক্যাচ। আমার জীবনে দেখা ক্রিকেটের অন্যতম সেরা ক্যাচ। অসাধারণ।’ অপর প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস বলেন, ‘বিগ ব্যাশ লিগের এখনও পর্যন্ত সেরা ক্যাচ। এ রকম ক্যাচ খুব কম হয়। যে ভাবে ও ক্যাচ ধরল তা অনস্বীকার্য।’
বিগ ব্যাশ লিগে ম্যাক্সওয়েলের ৫১-তম ক্যাচ। ৩৩ বছরের গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিত। কেরিয়ারে অনেক অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন। তবে এই ক্যাচটা তাঁর জীবনের সেরার তালিকায় সবার উপরে থাকতে বাধ্য।
CATCH OF THE BBL⁉️ ?
Glenn Maxwell, take a bow ?
? BLOG https://t.co/AjulcPUXEh
? MATCH CENTRE https://t.co/zdwOrk2bF4
? WATCH #BBL11 on Fox Cricket 501 or @kayosports https://t.co/bBjLO96e7n pic.twitter.com/BWuUl3bUDS— Fox Cricket (@FoxCricket) January 16, 2022
ম্যাক্সওয়েলের এই ক্যাচ মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। অজি অলরাউন্ডারকে রিটেনড করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। গত আইপিএলে আরসিবির হয়ে দুর্দান্ত পারফর্ম করেন গ্লেন ম্যাক্সওয়েল।
আরও পড়ুন: Virat Kohli: আগ্রাসনটাই শুধু পড়ে আছে, জেতার ইচ্ছে কোথায় বিরাটের?