IPL 2021: ২০০৮ এর বদলা ২০২১’এ, সৌজন্যে অন্য ম্যাক্সওয়েল

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Apr 19, 2021 | 7:32 AM

এ বার যখন তাকে আরসিবি (RCB) দলে নেয় অনেক ক্রিকেট পন্ডিত বলেছিলেন ব্যাড ইনভেস্টমেন্ট। ম্যাক্সওয়েল (Glenn Maxwell) নিজেও জানতেন, এ বারের আইপিএলটা (IPL) তাঁর কাছেও একটা বড় চ্যালেঞ্জ।

IPL 2021: ২০০৮ এর বদলা ২০২১এ, সৌজন্যে অন্য ম্যাক্সওয়েল
সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট

Follow Us

চেন্নাই: ১৮ ই এপ্রিল ২০০৮, ক্রিকেট বিশ্বে আত্মপ্রকাশ করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(IPL)। প্রথম ম্যাচেই সৌরভের কলকাতা নাইট রাইডার্স(Kolkata Knight Riders), হেলায় উড়িয়ে দিয়েছিল রাহুল দ্রাবিড়ের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore)। আরসিবি বোলাররা সেদিন কূলকিনারা খুঁজে পাননি। সৌজন্যে ব্রেন্ডন ম্যাকালাম। সেদিনের ক্ষত এখনো তাড়া করে বেঙ্গালুরুর বাসিন্দাদের। ১৮ ই এপ্রিল ২০২১। আইপিএলের জন্মদিনে যেন বদলা (revenge) নিল আরসিবি।

চমক থাকলেও আইপিএলে বারবার ব্যর্থতাই সঙ্গী হয়েছে বিরাটের (Virat Kohli) দলের। এ বার সব হিসেব বদলে দেওয়ার পালা। আইপিএল ইতিহাসে প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম তিনটি ম্যাচ পরপর জিতল। আর এই তিনটি ম্যাচ জয়ের পেছনে একটা বড় অবদান অস্ট্রেলিয়ান ক্রিকেটার। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। বড় ক্রিকেটার। কিন্তু 2016 সালের পর থেকে নিজের বড় ক্রিকেটার সত্তা আইপিএলে দেখাতে পারেননি ম্যাক্সি।

এ বার যখন তাকে আরসিবি দলে নেয় অনেক ক্রিকেট পন্ডিত বলেছিলেন ব্যাড ইনভেস্টমেন্ট। ম্যাক্সওয়েল নিজেও জানতেন, এ বারের আইপিএলটা তাঁর কাছেও একটা বড় চ্যালেঞ্জ। আইপিএলে ভালো পারফরম্যান্স তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা দিতে পারে। সেটাই কি বদলে দিল ম্যাক্সির খেলা? প্রশ্ন থাকতেই পারে। কিন্তু উত্তর একটাই। ম্যাক্সির ভালো পারফরম্যান্স মানেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লড়াইয়ের মাটি শক্ত।

Next Article