Ranji Trophy: রঞ্জিতে অবিশ্বাস্য রেকর্ড, জোড়া ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে কাশ্যপ-স্নেহাল

Nov 14, 2024 | 4:07 PM

চলতি রঞ্জি ট্রফিতে গোয়ার দুই ক্রিকেটার একই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছেন। শুধু তাই নয়, তৃতীয় উইকেটে কাশ্যপ বাকলে ও স্নেহাল কৌথাঙ্কর জুটিতে ৬০৬ রানের অপরাজিত পার্টনারশিপ উপহার দিয়েছেন। তাতেই তৈরি হয়েছে রঞ্জি ট্রফিতে ইতিহাস।

Ranji Trophy: রঞ্জিতে অবিশ্বাস্য রেকর্ড, জোড়া ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে কাশ্যপ-স্নেহাল
Ranji Trophy: রঞ্জিতে অবিশ্বাস্য রেকর্ড, জোড়া ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে কাশ্যপ-স্নেহাল
Image Credit source: @BCCIdomestic X

Follow Us

কলকাতা: বাইশ গজে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি বহুবার দেখা গিয়েছে। সেঞ্চুরির পাল্টা ডাবল সেঞ্চুরিও মাঝে মাঝে দেখা গিয়েছে। এ বার চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) গোয়ার দুই ক্রিকেটার একই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছেন। শুধু তাই নয়, তৃতীয় উইকেটে কাশ্যপ বাকলে (Kashyap Bakle) ও স্নেহাল কৌথাঙ্কর (Snehal Kauthankar) জুটিতে ৬০৬ রানের অপরাজিত পার্টনারশিপ উপহার দিয়েছেন। তাতেই তৈরি হয়েছে রঞ্জি ট্রফিতে ইতিহাস। টুর্নামেন্টের ইতিহাসে এটাই সর্বাধিক পার্টনারশিপ।

কাশ্যপের ৩০০*, স্নেহালের ৩১৪* অরুণাচলের বিরুদ্ধে জোড়া ট্রিপল সেঞ্চুরিতে রঞ্জি ট্রফিতে ইতিহাস

গোয়ার ব্যাটার কাশ্যপ বাকলে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে প্রথম ইনিংসে ২৬৯ বলে ৩০০* রান করেন। তাঁর এই ট্রিপল সেঞ্চুরি সাজানো ছিল ৩৯টি চার ও ২টি ছয় দিয়ে। তাঁর সতীর্থ, চারে নামা স্নেহাল কৌথাঙ্কর ২১৫ বলে ৩১৪ নট আউট ইনিংস উপহার দিয়েছেন। তাঁর ব্যাটে অরুণাচলের বিরুদ্ধে এসেছে ৪৫টি চার ও ৪টি ছয়।

রঞ্জির ইতিহাসে ভারতীয় হিসেবে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছেন স্নেহাল এবং এই তালিতায় চারে রয়েছেন কাশ্যপ। প্রথম শ্রেনির ক্রিকেটে সবচেয়ে দ্রুত ট্রিপল সেঞ্চুরি করার তালিকায় সার্বিকভাবে তিনে স্নেহাল। তাঁর আগে রয়েছেন ভারতের তন্ময় আগরওয়াল (১৪৭ বলে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন) ও দক্ষিণ আফ্রিকার মার্কো মারাইস। তিনি ১৯১ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।

রঞ্জি ট্রফিতে সর্বাধিক রানের পার্টনারশিপ —

  1. ৬০৬* – কাশ্যপ বাকলে ও স্নেহাল কৌথাঙ্কর – গোয়া বনাম অরুণাচল প্রদেশ, ২০২৪-২৫ মরসুম
  2. ৫৯৪* – স্বপ্নিল সুগালে ও অঙ্কিত বাওয়ানে – মহারাষ্ট্র বনাম দিল্লি, ২০১৬-১৭ মরসুম
  3. ৫৭৭ – বিজয় হাজারে বনাম গুল মহম্মদ – বরোদা বনাম হোলকার, ১৯৪৬-৪৭ মরসুম

প্রথম ইনিংসে ২ উইকেটে ৭২৭ রান তুলে ডিক্লেয়ার করেন গোয়ার অধিনায়ক। এর আগে অর্জুন তেন্ডুলকরের দাপুটে বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে ৮৪ রানে অলআউট হয়েছিল অরুণাচল প্রদেশ। দ্বিতীয় ইনিংসে ৯২ রানে অলআউট অরুণাচল। সেই সুবাদে ইনিংসে ও ৫৫১ রানে ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেল গোয়া।

Next Article