Cheteshwar Pujara : আইপিএলে নেই, তবু সেঞ্চুরির পর সেঞ্চুরি বিশ্ব টেস্ট ফাইনালে ভারতের সেরা ভরসার!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 01, 2023 | 6:49 PM

WTC FINAL 2023, IND vs AUS : গত বার উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। এ বার কাপ আর ঠোঁটের মাঝে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া। ওভালে ক্যাঙ্গারুদের হারিয়ে প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ঘরে তুলতে চায় টিম ইন্ডিয়া। কয়েক মাস আগেই ঘরের মাঠে অজিদের হারিয়েছেন রোহিতরা। এ বার মেগা ফাইনাল জিততে তৈরি ভারত।

Cheteshwar Pujara : আইপিএলে নেই, তবু সেঞ্চুরির পর সেঞ্চুরি বিশ্ব টেস্ট ফাইনালে ভারতের সেরা ভরসার!
Image Credit source: FACEBOOK

Follow Us

লন্ডন: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দুরন্ত ফর্মে চেতেশ্বর পূজারা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যখন আইপিএলে ব্যস্ত, অন্যদিকে তখন কাউন্টি খেলছেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। ৭ জুন থেকে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা ফাইনালের আগে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে চলেছেন চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে ফের সেঞ্চুরি ভারতের নতুন ওয়ালের। ইংল্যান্ডের মাটিতেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। পূজারার ফর্ম দেখে আশ্বস্ত হতেই পারেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। কাউন্টিতে ধারাবাহিক ভাবে নিজের পারফরম্যান্স বজায় রেখে চলেছেন পূজারা। চলতি মরসুমে দ্বিতীয় সেঞ্চুরি করলেন ভারতীয় দলের ব্যাটার। সাসেক্সের হয়ে গ্লুকেটারশায়ারের বিরুদ্ধে সেঞ্চুরি করেন পূজারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর প্রতিবেদনে।

ব্রিস্টলের বাইশ গজে ২৩৮ বলে ১৫১ রানের অনবদ্য ইনিংস উপহার চেতেশ্বর পূজারার। ইনিংসে সাজানো ২০টি চার আর ২টি ছয়। দলের হয়ে সর্বাধিক রান করেন তিনি। তৃতীয় দিনের শেষে ৫ উইকেটে ৪৫৫ রান করে সাসেক্স। দলের কঠিন সময়ে ব্যাট হাতে সেঞ্চুরি পূজারার। চার নম্বরে ব্যাট করতে নামেন তিনি। এরপর টম অলসপের সঙ্গে জুটিতে ১০০ রান তোলেন। জেমস কোলসের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরবোর্ডকে আরও এগিয়ে নিয়ে যান।

এরই মাঝে শোনা যায়, সাসেক্সের হয়ে এ বার কাউন্টিতে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়া টেস্ট টিমের সহ অধিনায়ক স্টিভ স্মিথকে। আইপিএলে নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার। আইপিএলে না খেললেও এক্সপার্ট হিসেবে রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লন্ডনের ওভালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। তার আগে নিজেকে ধারালো করে তুলতে চান স্মিথও। একই ড্রেসিংরুম ভাগ করে নেবেন পূজারা আর স্মিথ। অথচ জুনের ৭-১১ দুই ক্রিকেটার একে অপরের মুখোমুখি হবেন।

টেস্ট দলে ভারতের অন্যতম ভরসা পূজারা। ইংল্যান্ডে কাউন্টি খেলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত বার উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। এ বার কাপ আর ঠোঁটের মাঝে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া। ওভালে ক্যাঙ্গারুদের হারিয়ে প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ঘরে তুলতে চায় টিম ইন্ডিয়া। কয়েক মাস আগেই ঘরের মাঠে অজিদের হারিয়েছেন রোহিতরা। এ বার মেগা ফাইনাল জিততে তৈরি ভারত।

Next Article