কলকাতা: কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। জাতীয় দল থেকে অবসরের সাতবছর পর জমে থাকা মনের কথা, বঞ্চনাগুলো তুলে ধরছেন বীরেন্দ্র সেওয়াগ। ভারতীয় দলের ক্রিকেটার হয়েই রয়ে গিয়েছেন সেওয়াগ (Virender Sehwag)। নামের আগে অধিনায়ক বা এখনও পর্যন্ত জাতীয় দলের কোচ শব্দটি বসানোর সৌভাগ্য হয়নি তাঁর। যদিও দুটি ক্ষেত্রেই সম্ভাবনার জায়গা তৈরি হয়েছিল। সেওয়াগের ইঙ্গিত, দুটি জায়গাতেই ‘প্রতারিত’ হয়েছেন তিনি। জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত ভাগ্যে শিকে ছেঁড়েনি। কথা রাখেননি বিরাট কোহলি, তৎকালীন বোর্ড সচিব অমিতাভ চৌধুরিরা। এতো গেল অবসর জীবনের পরের কথা। জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার সুযোগও এসেছিল তাঁর কাছে। সেওয়াগকে ক্যাপ্টেন করা হবে বলে কথা দিয়েছিলেন তৎকালীন কোচ গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে মেন ইন ব্লু-র ক্যাপ্টেন হতে পারতেন এককালের বিধ্বংসী ওপেনার। যদিও বীরুকে দেওয়া কথা রাখেননি চ্যাপেল। কেন? বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ব্যাট হাতে প্রচুর রেকর্ড ভেঙেছেন। এর পাশাপাশি নিয়মিত অধিনায়কের অবর্তমানে ২০০৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ১২টি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ঐতিহাসিক টি-২০ সিরিজ জয়। ২০০৫ সালে গ্রেগ চ্যাপেল কোচ হওয়ার পর জাতীয় দলের অধিনায়ক হওয়ার সুবর্ণ সুযোগ আসে তাঁর কাছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোচ-অধিনায়ক বিতর্কের তালিকার একদম উপরে নিঃসন্দেহে থাকবে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বনাম গ্রেগ চ্যাপেল অধ্য়ায়। সৌরভের বিদায়ের পর রাহুল দ্রাবিড়ের হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়। অথচ সেই জায়গায় থাকার কথা ছিল সেওয়াগের।
তিনি বলেন, “গ্রেগ চ্যাপেল আসার পর তিনি আমাকে কথা দিয়েছিলেন পরবর্তী অধিনায়ক করার। অথচ পরের দুটো মাসে সবকিছু উল্টে গেল। ক্যাপ্টেন হওয়া তো দূরঅস্ত দল থেকেই বাদ পড়তে হল আমায়।” রাহুল দ্রাবিড়ের পর মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলের অধিনায়ক হন। তখন সেওয়াগ ছিলেন তাঁর ডেপুটি। সহ-অধিনায়ক থেকে অধিনায়কে উন্নীত হওয়ার সুযোগ হয়নি তাঁর।