GT vs DC, IPL 2022 Match 10 Result: গিলের ব্যাটে-ফার্গুসনের বলে দিল্লিকে হারিয়ে জয়ী হার্দিকের গুজরাত
Gujarat Titans vs Delhi Capitals Live Score in Bangla: দেখুন গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
পুনে: আজ, আইপিএল-১৫-র (IPL 2022) আট নম্বর দিন। শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে, মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে গুজরাতকে শুরুতে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন টিম দিল্লির নেতা পন্থ। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। ৮৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন শুভমন গিল। শেষ অবধি ক্রিজে থাকতে পারলে সেঞ্চুরিটাও করে যেতে পারতেন। ম্যাচ জিততে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে ১২০ বলে তুলতে হত ১৭২ রান। একটা সময় মনে হচ্ছিল টার্গেট পূর্ণ করতে পারবে টিম দিল্লি। কিন্তু শেষ অবধি লকি ফার্গুসন, মহম্মদ সামিদের দাপটে দিল্লির টাইগারদের ‘রোর’ হল না। ১৪ রানে পন্থদের হারতে হল হার্দিকদের কাছে।
Key Events
আজ শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হার্দিকের গুজরাত ও পন্থের দিল্লি। সেই ম্যাচে পন্থদের ১৭২ রানের টার্গেট দিয়েছিলেন গিলরা। শেষ অবধি ১৪ রানে জিতেছে গুজরাত।
গুজরাতের জার্সিতে প্রথম ম্যাচে শূন্যে ফিরতে হয়েছিল গিলকে। যদিও তাঁর দল সেদিন জিতেছিল লখনউয়ের বিরুদ্ধে। তবে আজ গিল প্রায় শেষ অবধি খেললেন, আর শুধু খেললেনই না তাঁর ব্যাট থেকে এল দুরন্ত ৮৪ রান। যাতে ছিল ৬টি চার ও ৪টি ছয়। ১৮তম ওভারে খালিল আহমেদের প্রথম বলেই আউট না হয়ে গিল যদি ম্যাচের শেষ অবধি ক্রিজে থাকতে পারতেন তা হলে হয়তো আজই সেঞ্চুরি করে ফেলতেন।
LIVE Cricket Score & Updates
-
১৪ রানে জয়ী গুজরাত টাইটান্স
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে থেমে গেল দিল্লি ক্যাপিটালস। ১৪ রানে ম্যাচ জিতে নিল হার্দিক পান্ডিয়ার গুজরাত।
-
টান টান শেষ ওভার
শেষ ওভারে ম্যাচ জিততে দিল্লির প্রয়োজন ২৪ রান।
-
-
খালিল আউট
রোভম্যান পাওয়েলের পর খালিল আহমেদের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি।
-
রোভম্যান পাওয়েলকে ফেরালেন সামি
আট নম্বর উইকেট হারাল দিল্লি। ২০ রান করে মাঠ ছাড়লেন পাওয়েল।
-
শার্দূল আউট
শার্দূল ঠাকুরের উইকেট তুলে নিলেন রশিদ খান। সপ্তম উইকেট হারাল দিল্লি।
-
-
১৫ ওভারে দিল্লি ১২৬/৬
খেলা বাকি ৫ ওভারের। শেষ ৫ ওভারে ম্যাচ জিততে দিল্লির প্রয়োজন ৪৬ রান।
-
অক্ষর আউট
ঋষভ পন্থের পর অক্ষর প্যাটেলের উইকেট তুলে নিলেন লকি ফার্গুসন। একই ওভারে জোড়া উইকেট হারাল দিল্লি। ৮ রান করে মাঠ ছাড়লেন অক্ষর।
-
পন্থ আউট
ঋষভ পন্থের উইকেট হারিয়ে ফেলল দিল্লি ক্যাপিটালস। লকি ফার্গুসন তুলে নিলেন পন্থের গুরুত্বপূর্ণ উইকেট। ৪৩ রান করে মাঠ ছাড়লেন পন্থ
-
রান আউট ললিত
রান আউট হলেন ললিত যাদব। ২৫ রান করে সাজঘরে ফিরে গেলেন ললিত যাদব। চতুর্থ উইকেট হারাল দিল্লি।
-
১০ ওভারে দিল্লি ৭৯/৩
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস।
- পন্থদের জয়ের জন্য শেষ ১০ ওভারে প্রয়োজন ৯৩ রান।
- ক্রিজে রয়েছেন ললিত যাদব ও ঋষভ পন্থ।
- পন্থ ব্যাটিং করছেন ২৪ রানে।
- ললিত ব্যাট করছেন ২০ রানে।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস।
-
৫ ওভারে দিল্লি ৩৪/৩
প্রথম ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জিততে এখনও দিল্লির প্রয়োজন ১৩৮ রান।
-
মনদীপকে ফেরালেন ফার্গুসন
একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন লকি ফার্গুসন। ১৮ রান করে আউট হলেন মনদীপ।
-
পৃথ্বী আউট
১০ রান করে পৃথ্বী শ ফিরলেন সাজঘরে। লকি ফার্গুসন তুলে নিলেন পৃথ্বী শ-র উইকেট।
-
সেইফার্ট আউট
মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন টিম সেইফার্ট। গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া তুলে নিলেন ওপেনার সেইফার্টের উইকেট।
-
রান তাড়া করতে নামল দিল্লি
দিল্লির হয়ে ওপেনিংয়ে নামলেন পৃথ্বী শ ও টিম সেইফার্ট।
-
হার্দিকের গুজরাত ১৭২ রানের টার্গেট দিল পন্থের দিল্লিকে
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে থামল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। ম্যাচ জিততে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে ১২০ বলে তুলতে হবে ১৭২ রান।
-
মনোহর আউট
রাহুল তেওয়াটিয়াকে শেষ ওভারের দ্বিতীয় বলে ফেরানোর পর, অভিনব মনোহরকে মুস্তাফিজুর রহমান ফেরালেন শেষ ওভারের পঞ্চম বলে।
-
তেওয়াটিয়া আউট
রাহুল তেওয়াটিয়াকে শেষ ওভারের দ্বিতীয় বলে ফেরালেন মুস্তাফিজুর রহমান। ১৪ রান করে আউট হলেন তেওয়াটিয়া।
-
গিল আউট
শুভমন গিলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন খালিল আহমেদ। ৮৪ রান করে মাঠ ছাড়লেন গিল। চতুর্থ উইকেট হারাল গুজরাত।
-
১৫ ওভারে গুজরাত ১২০/৩
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে হার্দিকের দল।
-
হার্দিক আউট
গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ফেরালেন খালিল আহমেদ। তৃতীয় উইকেট হারাল গুজরাত। ৩১ রান করে মাঠ ছাড়লেন হার্দিক।
-
গিলের হাফসেঞ্চুরি
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শুভমন গিল।
-
পান্ডিয়া-গিলের ৫০ রানের পার্টনারশিপ
১২.৪ ওভারে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন হার্দিক-শুভমন।
-
১০ ওভারে গুজরাত ৬৬/২
প্রথম ১০ ওভারের খেলা শেষ। ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও শুভমন গিল। প্রথম ১০ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে গুজরাত।
-
কুলদীপ ফেরালেন বিজয়কে
দ্বিতীয় উইকেট হারাল গুজরাত টাইটান্স। ৬.১ ওভারে বিজয় শঙ্করকে ফেরালেন কুলদীপ যাদব। ১৩ রান করে মাঠ ছাড়লেন বিজয় শঙ্কর।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে গুজরাত টাইটান্স।
-
৫ ওভারে গুজরাত ৩৮/১
৫ ওভারে ১ উইকেট হারিয়ে গিলরা তুলেছে ৩৮ রান। গিল ব্যাট করছেন ২৩ রানে। বিজয় রয়েছেন ১২ রানে।
-
৩ ওভারে গুজরাত ১৯/১
প্রথম ৩ ওভারের খেলা শেষ। এরই মধ্যে ১ উইকেট হারিয়ে ফেলেছে গুজরাত টাইটান্স।
- ক্রিজে বিজয় শঙ্কর ও শুভমন গিল।
- গিল রয়েছেন ১০ রানে।
- বিজয় রয়েছেন ৭ রানে।
-
ম্যাথু ওয়েড আউট
ম্যাথু ওয়েডের উইকেট তুলে নিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারের তৃতীয় বলেই প্রথম উইকেট হারাল গুজরাত। ১ রান করে মাঠ ছাড়লেন ওয়েড।
-
গুজরাতের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ম্যাথু ওয়েড।
-
আজ দিল্লির হয়ে নামতে চলেছেন মুস্তাফিজুর
? FIZZ. IS. HERE. ?
The wait is over ?#YehHaiNayiDilli | #IPL2022 | #GTvDC | #DCOnThePitch | #TATAIPL | #IPL | #DelhiCapitals | @Mustafiz90 | #OctaRoarsForDC pic.twitter.com/IyFe7l9sS2
— Delhi Capitals (@DelhiCapitals) April 2, 2022
-
গুজরাতের প্রথম একাদশ
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি ও বরুণ অ্যারন।
-
দিল্লির প্রথম একাদশ
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, টিম সেইফার্ট, মনদীপ সিং, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার),রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, খালিল আহমেদ ও কুলদীপ যাদব।
The Fizz is IN ?
Presenting to you our Playing XI for #GTvDC ??#YehHaiNayiDilli | #IPL2022 | @Dream11 | #TATAIPL | #IPL |#DelhiCapitals pic.twitter.com/E3aZA5MpQg
— Delhi Capitals (@DelhiCapitals) April 2, 2022
-
টস আপডেট
হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ।
-
এমসিএতে পৌঁছে গেলেন পন্থরা
পন্থের দিল্লি তৈরি টাইটান্সের বিরুদ্ধে খেলার জন্য।
? In pictures ?? DC Boys en route MCA Stadium for their next challenge ??️#YehHaiNayiDilli | #IPL2022 | #GTvDC#TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/nPeTdI7eei
— Delhi Capitals (@DelhiCapitals) April 2, 2022
-
দিল্লি চ্যালেঞ্জের জন্য তৈরি হার্দিকের গুজরাত
আর কিছুক্ষণ পর শুরু হবে গুজরাত বনাম দিল্লি দ্বৈরথ। সেই ম্যাচের জন্য হার্দিকের টাইটান্সরা।
Ready. Set. Go ?
Our Titans are on their way for the Dilli challenge ?#SeasonOfFirsts #AavaDe #GTvDC pic.twitter.com/WQ5JaqmFXx
— Gujarat Titans (@gujarat_titans) April 2, 2022
Published On - Apr 02,2022 6:30 PM