GT vs DC Highlights, IPL 2023: গুজরাটের ডেরায় ৫ রানের রুদ্ধশ্বাস জয় দিল্লির
Gujarat Titans vs Delhi Capitals, IPL Live Score in Bengali: দেখুন চলতি আইপিএলে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আমেদাবাদ : বেশ হই হই করে এগিয়ে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল (IPL 2023)। আজ আমেদাবাদে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans) ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে নেমেছিল। পয়েন্ট টেবলের ফাস্ট বয়দের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে দিল্লি। এই অল্প লক্ষ্যমাত্রা তাড়া করা গুজরাটের মতো দলের কাছে কঠিন ছিল না। কিন্তু শেষ অবধি ১২৫ রানে থামতে হয় গুজরাটকে। ৫ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন গুজরাট বনাম দিল্লি ম্যাচের খুঁটিনাটি তথ্য।
Key Events
গুজরাটের বিরুদ্ধে আমেদাবাদে ৫ রানে জিতল দিল্লি ক্যাপিটালস।
দিল্লির বিরুদ্ধে ৪ ওভার বল করে ১১ রান দিয়ে ম্য়াচের সেরা হয়েছেন মহম্মদ সামি।
LIVE Cricket Score & Updates
-
৫ রানের রুদ্ধশ্বাস জয় দিল্লির
- গুজরাটের ডেরায় ৫ রানের রুদ্ধশ্বাস জয় দিল্লি ক্যাপিটালস।
- হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের সামনে ১৩১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল দিল্লি ক্যাপিটালস।
- নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে যায় গুজরাট টাইটান্স।
-
রাহুল আউট
শেষ ওভারে রাহুল তেওয়াটিয়ার উইকেট তুলে নিলেন ইশান্ত শর্মা। ২ বল বাকি থাকতে থাকতে ছয় নম্বর উইকেট হারাল গুজরাট। ৭ বলে ২০ রান করে মাঠ ছাড়লেন তেওয়াটিয়া।
-
-
শেষ ওভারে গুজরাটের চাই ১২ রান
ক্রিজে হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। শেষ ওভারে জয়ের জন্য গুজরাটের চাই ১২ রান।
-
রাহুলের ছক্কার হ্যাটট্রিক
১৯তম ওভারে ছক্কার হ্যাটট্রিক রাহুল তেওয়াটিয়ার। জয়ের সামনে পৌঁছে গিয়েছে গুজরাট টাইটান্স।
-
১৯ বল পর এক ছক্কা
১৯তম ওভারে অনরিখ নর্টজের বলে ছক্কা হাঁকালেন রাহুল তেওয়াটিয়া।
-
-
অভিনব আউট
হার্দিক-অভিনব জুটি ভাঙলেন খলিল আহমেদ। ৩৩ বলে ২৬ রান করে মাঠ ছাড়লেন অভিনব আহমেদ।
-
হার্দিকের হাফসেঞ্চুরি
৪৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
-
১৫ ওভারে গুজরাট ৭৯/৪
- জয়ের জন্য গুজরাটের এখনও প্রয়োজন ৩০ বলে ৫২ রান।
- টাইটান্সদের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ।
- বাকি থাকা ৫ ওভারে কি টার্গেট পূর্ণ করতে পারবে হার্দিকের দল?
-
ইনিংসের মাঝপথে গুজরাট
১০ ওভার শেষে গুজরাট ৪ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৪৯ রান। ক্রিজে হার্দিক পান্ডিয়া (২৪*) ও অভিনব মনোহর (১১*)। টাইটান্সদের জয়ের জন্য এখনও প্রয়োজন ৬০ বলে ৮২ রান ।
-
পাওয়ার প্লে শেষ
- গুজরাটের ইনিংসের পাওয়ার প্লে শেষ।
- টাইটান্সদের প্রথম ৬ ওভারের শেষে স্কোর ৩ উইকেটে ৩১ রান।
- ক্রিজে হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলার।
-
৫ ওভারে গুজরাট ২৬/৩
গুজরাট টাইটান্সের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। শুরুর ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে গুজরাট।
-
ইশান্তের নাকল বল পড়তে পারলেন না বিজয়
ইশান্ত শর্মার নাকল বল বুঝতে না পেরে উইকেট দিয়ে এলেন বিজয় শঙ্কর। ৯ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন বিজয়। তৃতীয় ধাক্কা খেল গুজরাট টাইটান্স।
-
গিল আউট
চতুর্থ ওভারের প্রথম বলে অনরিখ নর্টজে তুলে নেন শুভমন গিলের উইকেট। ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন গিল।
-
খলিল ফেরালেন ঋদ্ধিকে
প্রথম ওভারের শেষ বলে ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নিলেন খলিল আহমেদ। শূন্যে ফিরলেন ঋদ্ধি।
-
রান তাড়া করতে নামল গুজরাট
টার্গেট ১৩১। রান তাড়া করতে নামল গুজরাট টাইটান্স। ওপেনিংয়ে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। বোলিংয়ের সূচনায় খলিল আহমেদ।
-
দিল্লি থামল ১৩০ রানে
- দিল্লির ইনিংস শেষ।
- টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তুলল দিল্লি ক্যাপিটালস।
- দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বাধিক রান করেছেন আমন খান (৫১)।
- গুজরাট টাইটান্সের হয়ে সর্বাধিক উইকেট (৪টি) নিয়েছেন মহম্মদ সামি।
- গুজরাট টাইটান্সের টার্গেট ১৩১।
-
রিপল আউট
শেষ ওভারে আউট রিপল প্যাটেল। তাঁর উইকেট তুলে নিয়ে মোহিত শর্মা নিজের আইপিএল কেরিয়ারের ১০০তম উইকেট পেলেন।
-
আমন আউট
হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারলেন না আমন খান। রশিদ খান তুলে নিলেন আমনের উইকেট।
-
আমনের হাফসেঞ্চুরি
৪১ বলে হাফসেঞ্চুরি করলেন আমন খান। এটি তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।
-
১৫ ওভারে দিল্লি ৭৮/৬
দিল্লির ১৫ ওভার পার। এখনও একশো রানের গণ্ডি পেরোতে পারেনি দিল্লি। এটা যে লো স্কোরিং ম্যাচ হতে চলেছে তা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে।
-
অক্ষর-আমন জুটি ভাঙলেন মোহিত
১৪তম ওভারের শেষ বলে অক্ষর-আমন জুটি ভাঙলেন মোহিত শর্মা। ৩০ বলে ২৭ রান করে ফিরলেন অক্ষর প্যাটেল।
-
১০ ওভারে দিল্লি ৫৪/৫
ইনিংসের মাঝপথে দিল্লির স্কোর ৫ উইকেটে ৫৪। বাকি থাকা ১০ ওভারে দিল্লি কত রান তুলবে সেদিকেই বিশেষ নজর থাকবে।
-
পাওয়ার প্লে শেষ
- দিল্লির ইনিংসের ৬ ওভারের খেলা শেষ।
- পাওয়ার প্লে-র শেষে ৫ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে দিল্লি।
- ক্রিজে আমন খান ও অক্ষর প্যাটেল।
-
৫ ওভারে দিল্লি ২৩/৫
- দিল্লির শুরুর ৫ ইনিংসের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারের মধ্যে ৫টি উইকেট হারিয়ে ফেলল দিল্লি ক্যাপিটালস।
- ৫ ওভারের মধ্যে ৪টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি।
-
প্রিয়ম ফিরলেন সাজঘরে
প্রিয়ম গর্গের উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। ১০ রান করে মাঠ ছাড়লেন প্রিয়ম। এ বারও বোলার মহম্মদ সামি।
-
এ বার সামির শিকার মনীশ
পরপর উইকেট হারাচ্ছে দিল্লি ক্যাপিটালস। পঞ্চম ওভারে মনীশ পান্ডের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি।
-
রাইলি আউট
রাইলি রোসোকে ফেরালেন মহম্মদ সামি। ৩ ওভারের মধ্যে তৃতীয় উইকেট হারিয়ে ফেলল দিল্লি।
-
রান আউট ওয়ার্নার
দ্বিতীয় ওভারে রান আউট হলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মাত্র ২ রান করে ফিরলেন ওয়ার্নার।
-
প্রথম বলেই উইকেট
বোলিংয়ের সূচনা করেন মহম্মদ সামি। দিল্লির ইনিংসের প্রথম বলেই ফিল সল্টকে ফেরালেন সামি।
-
দিল্লির ইনিংস শুরু
দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও ফিল সল্ট। নতুন বল হাতে সূচনায় মহম্মদ সামি।
-
GT-র একাদশ
আমেদাবাদের একাদশ – ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা, জশ লিটল।
সাবস্টিটিউট – শুভমন গিল, সাই সুদর্শন, কোনা শ্রীকর ভরত, শিবম মাভি, সাই কিশোর।
-
DC-র একাদশ
দিল্লির একাদশ – ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মনীশ পান্ডে, রাইলি রোসো, প্রিয়ম গর্গ, রিপল প্যাটেল, অক্ষর প্যাটেল, আমন খান, কুলদীপ যাদব, অনরিখ নর্টজে, ইশান্ত শর্মা।
সাবস্টিটিউট – খলিল আহমেদ, ললিত যাদব, যশ ধুল প্রবীণ দুবে ও অভিষেক পোড়েল।
-
টস আপডেট
আমেদাবাদে গুজরাট-দিল্লি ম্যাচে টস জিতলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লির অধিনায়ক।
-
টেবল টপারদের কি হারাতে পারবে দিল্লি
১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের টপার এখন গুজরাট টাইটান্স। লিগ টেবলের লাস্ট বয় দিল্লি ক্যাপিটালস। এ বারের আইপিএলে পারফরম্যান্সের দিক থেকে গুজরাট দিল্লির থেকে অনেক এগিয়ে রয়েছে।
পড়ুন বিস্তারিত – GT vs DC IPL 2023 Match Prediction : টাইটান্সের বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে নামছে ক্যাপিটালস
-
আজকের ম্যাচে কোন কোন মাইলস্টোন হতে পারে?
চলতি আইপিএলে আজ গুজরাটের হোম ম্যাচ রয়েছে। ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। গুজরাট বনাম দিল্লি ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।
পড়ুন বিস্তারিত – IPL 2023 : ঘরের মাঠে রেকর্ডের সামনে হার্দিক, পিছিয়ে নেই নর্টজে-মুস্তাফিজুররা
-
আমেদাবাদে আজ পয়েন্ট টেবলের ফাস্ট ও লাস্ট বয়দের লড়াই
আজ সন্ধা ৭.৩০ মিনিটে আমেদাবাদে রয়েছে গুজরাট বনাম দিল্লি ম্যাচ।
Published On - May 02,2023 6:37 PM