কলকাতা: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে ভারতের দুই তরুণ তারকা মুখোমুখি হয়েছিলেন। দুই টিমের লড়াইয়ের পাশাপাশি নজর ছিল ক্যাপ্টেন্সিতেও। সম্মুখসমরে শুভমন গিলের গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস (Punjab Kings)। ঘরের মাঠে নতুন মরসুমের শুভ শুরু হল না গুজরাট টাইটান্সের। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন গিল। প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিংয়ের ক্যামিও। পঞ্জাব কিংস ক্যাপ্টেন ৯৭ রানে অপরাজিত থাকেন। শেষ অবধি টাইটান্সকে ২৪৪ রানের টার্গেট দেয় পঞ্জাব। স্নায়ুর চাপ সামলে ১১ রানে জয় শ্রেয়সদের।
শুরুটা দুর্দান্ত হল শ্রেয়স আইয়ারের। ব্যাটিংয়েও দাপট, ক্যাপ্টেন্সিতেও বাজিমাত। বিস্তারিত পড়ুন: গিলের ‘ভুল’, শেষ ওভারে অনবদ্য অর্শদীপ; কিংসের মতোই শুরু শ্রেয়সদের
ম্যাচের নিয়ন্ত্রণ পঞ্জাবের হাতে! এতক্ষণ বলা যাচ্ছিল। যদিও পরপর ওয়াইড বোলিংয়ে চাপ বাড়াচ্ছেন পঞ্জাব কিংসের ইমপ্যাক্ট হিসেবে নামা পেসার বিজয়কুমার বিশাখ।
প্রথম একাদশে তিন বিদেশি রাখায় গুজরাট টাইটান্সের কাছে সুযোগ ছিল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিদেশি নামানোর। প্রত্যাশা করা হয়েছিল গ্লেন ফিলিপসকে নামানো হবে। যদিও শেরফান রাদারফোর্ডকে নামাল গুজরাট।
আইপিএলের মেগা অকশনে জস বাটলারকে নিয়েছিল গুজরাট টাইটান্স। যদিও তাঁকে দিয়ে ওপেন করানো হল না। ক্যাপ্টেন শুভমন গিলের সঙ্গে ওপেন করেন সাই সুদর্শন। ১৪ বলে ৩৩ রানে ফেরেন শুভমন। তিনে নামা বাটলারের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ সাই সুদর্শনের। ইনিংসের মাঝপথে ১ উইকেটে ১০৪ রান তুলে নিয়েছে টাইটান্স।
শেষ ওভারে শশাঙ্কের তাণ্ডব। স্ট্রাইকই পেলেন না শ্রেয়স। বড় স্কোর করল পঞ্জাব। বিস্তারিত পড়ুন: আমেদাবাদে শ্রেয়সের আইয়ারি, শশাঙ্কের দাপটে বিশাল স্কোর পঞ্জাব কিংসের
আজমতুল্লা ওমরজাইকে ফিরিয়েছেন। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল। বাঁ হাতি স্পিনার সাই কিশোরের বোলিংয়ে প্রথম বলেই রিভার্স সুইপ। পুরোপুরি মিস। দু-বলে দুই অলরাউন্ডারকে ফেরালেন সাই কিশোর। পঞ্জাবের ভরসা ক্যাপ্টেন আইয়ার।
দুর্দান্ত পাওয়ার প্লে পঞ্জাবের। বলা ভালো প্রিয়াংশের পাওয়ার প্লে। যদিও পাওয়ার প্লে শেষ হতেই উইকেট। ২৩ বলে ৪৭ রানের ঝড় তুলে ফিরলেন প্রিয়াংশ। ক্রিজে আফগান অলরাউন্ডার ওমরজাই বনাম আফগান লেগ স্পিনার রশিদের ডুয়েল উপভোগ্য হয়ে উঠেছে।
কাগিসো রাবাডা। বিশ্বের অন্যতম সেরা পেসার। এ বার খেলছেন গুজরাট টাইটান্সে। শুভমন গিলকে প্রথম ব্রেক থ্রু দিলেন তিনিই। ফেরালেন প্রভসিমরন সিংকে। ক্রিজে এসে বাউন্ডারিতে খাতা খুললেন পঞ্জাবের নতুন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার।
পইলা অবিনাশের জায়গা হয়নি। তবে ওপেনিংয়ে চমক নয় বরং দারুণ সিদ্ধান্ত। পঞ্জাবের হয়ে ওপেন করবেন প্রভসিমরন সিং। তিনি কিছুটা হলেও অভিজ্ঞ। উল্টোদিকে প্রিয়াংশ আর্য। টাইটান্সের হয়ে বোলিং ওপেন করছেন মহম্মদ সিরাজ। আর দ্বিতীয় ডেলিভারিতেই বাউন্ডারি প্রিয়াংশের।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গিল।
পড়ুন বিস্তারিত – GT vs PBKS Confirmed Playing XI, IPL 2025: পঞ্জাবের দুই আনক্যাপড ওপেনার, জেনে নিন GT-PBKS টিমের একাদশ
গুজরাট বনাম পঞ্জাব ম্যাচের জন্য আমেদাবাদ তৈরি। আইপিএলের এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে আমাদেবাদের ক্রিকেট প্রেমীরা এই ম্যাচ ঘিরে বেশ উত্তেজিত।
Are you ready for tonight’s clash? 🤔
Ahmedabad definitely is! 🥳
We are getting closer to @gujarat_titans 🆚 @PunjabKingsIPL in Match 5⃣ 👊#TATAIPL | #GTvPBKS pic.twitter.com/F5BxUc6RlP
— IndianPremierLeague (@IPL) March 25, 2025
গত বর্ডার-গাভাসকর ট্রফিতে যেন নতুন দেওয়াল লিখন…। সিরাজ নিজেও সেটা পড়তে পারছিলেন। অস্ট্রেলিয়ায় শেষ দিকে চেষ্টা বাড়িয়ে দেন। সাফল্যও কিছুটা মিলেছিল। তবে সিরাজের মতো সিনিয়র পেসারের থেকে যা প্রত্যাশা, পূরণ হয়নি।
পড়ুন বিস্তারিত – Mohammed Siraj: আন্তর্জাতিক ক্রিকেটে হারিয়ে যাওয়ার পথে! এই আইপিএলে মিঞাঁ-রাজ ফিরবে?
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম অর্থাৎ ঘরের মাঠে আজ নতুন মরসুমে অভিযান শুরু করছে গুজরাট টাইটান্স। তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। নামেই শুধু নয়, টিম কম্বিনেশনের দিক থেকেও ‘কিংস’। তবে পঞ্জাব কিংসকে ‘মিনি অস্ট্রেলিয়া’ বললেও ভুল হয় না।
পড়ুন বিস্তারিত – GT vs PBKS Playing XI IPL 2025: টাইটান্সের ভরসা ‘জস’, পঞ্জাবের ম্যাক্সি! কী হতে পারে একাদশ?
আজ, মঙ্গলবার সন্ধে ৭.৩০ মিনিটে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি শুভমন গিলের গুজরাট টাইটান্স এবং শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস।