গুজরাত টাইটান্স ১৭১-৬ (২০ ওভারে)
দিল্লি ক্যাপিটালস ১৫৭-৯ (২০ ওভারে)
পুনে: আইপিএলে (IPL 2022) শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের জস বাটলার যেমন সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ম্যাচেও ঠিক তেমনই একটা সেঞ্চুরি আশা করা হচ্ছিল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ওপেনার শুভমন গিলের কাছে। বড় রানের ইনিংস তো গড়েছিলেন শুভমন, কিন্তু সেঞ্চুরি অধরাই রইলো। কিন্তু অবশেষে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে দল জেতায়, গিলের ৮৪ রানটাই সেঞ্চুরির সমান হয়ে দাঁড়াল। এ বারের আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স পর পর দুটো ম্যাচে জিতল। আজ হার্দিকদের (Hardik Pandya) জয়ের নেপথ্যে দুই প্রাক্তন নাইট তারকা। প্রথম জন তো হলেন শুভমন গিল। আর দ্বিতীয় জন হলেন লকি ফার্গুসন। এক কথায় বলতে গেলে গিলের ব্যাটে আর ফার্গির বলে বাজিমাত করল হার্দিকের টাইটান্সরা।
.@gujarat_titans win by 14 runs and register their second win in #TATAIPL 2022.
Scorecard – https://t.co/onI4mQ4M92 #GTvDC #TATAIPL pic.twitter.com/Fy8GJDoXTL
— IndianPremierLeague (@IPL) April 2, 2022
গুজরাতের জার্সিতে প্রথম ম্যাচে শূন্যে ফিরতে হয়েছিল গিলকে। যদিও তাঁর দল সেদিন জিতেছিল লখনউয়ের বিরুদ্ধে। তবে আজ গিল প্রায় শেষ অবধি খেললেন, আর শুধু খেললেনই না তাঁর ব্যাট থেকে এল দুরন্ত ৮৪ রান। যাতে ছিল ৬টি চার ও ৪টি ছয়। ১৮তম ওভারে খালিল আহমেদের প্রথম বলেই আউট না হয়ে গিল যদি ম্যাচের শেষ অবধি ক্রিজে থাকতে পারতেন তা হলে হয়তো আজই সেঞ্চুরি করে ফেলতেন। গিলের ৮৪ রানে ভর করেই গুজরাত দিল্লিকে ১৭২ রানের টার্গেট দিয়েছিল।
এ বারের আইপিএলের প্রতিটা ম্যাচেই টসে জিতছে যে দল, তারা প্রথমে বোলিং করছে। এই ম্যাচেও সেই ছবিটা বদলায়নি। টসে জিতে হার্দিক পান্ডিয়ার গুজরাতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান দিল্লির নেতা ঋষভ পন্থ। গুজরাতের ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার ম্যাথু ওয়েডকে ফেরান মুস্তাফিজুর রহমান। এর পর বিজয় শঙ্করের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন গিল। পাওয়ার প্লে-র ঠিক পরের ওভারের প্রথম বলেই বিজয়ের উইকেট তুলে নেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। এর পর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে জমাট পার্টনারশিপ বাঁধেন গিল। অক্ষর-শার্দূলরা কোনওভাবেই এই জুটি ভাঙতে পারছিলেন না। অবশেষে ক্যাপ্টেন পন্থ খালিলের হাতে বল তুলে দিতেই পান গুজরাতের অধিনায়কের উইকেট। ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক। শেষের দিকে ১৪ রান করেন রাহুল তেওয়াটিয়া। এবং ২০ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।
আজ ৭ বোলারে খেলেছে গুজরাত। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দিল্লির ওপর চাপ ধরে রেখেছিলেন সামি-ফার্গুসনরা। টিম সেইফার্টকে (৩) ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন গুজরাতের ক্যাপ্টেন হার্দিক। জুনিয়র পান্ডিয়ার শুরু করা কাজটা শেষ করেন সামি-ফার্গিরা। পৃথ্বী (১০), মনদীপ (১৮), রোভম্যান (২০), ললিত (২৫), অক্ষর (৮), শার্দূলরা (২) কার্যত কিছুই করতে পারেননি টাইটান্সের বিরুদ্ধে। দিল্লির ক্যাপ্টেন পন্থ যাও বা ২৯ বলে ৪৩ রান করেছিলেন। কিন্তু রোভম্যান পাওয়ালরা থাকতেও শেষ মেশ হারতে হল এই ম্যাচে। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন লকি। ৩০ রান দিলেও ২টি উইকেট পেয়েছেন বাংলার সামি।
Lockie Ferguson starred with the ball with a 4⃣-wicket haul and won the Player of the Match award as @gujarat_titans secured a win against #DelhiCapitals. ? ?
Scorecard ▶️ https://t.co/szyO3BhsuU #TATAIPL | #GTvDC pic.twitter.com/rv93FWe7t1
— IndianPremierLeague (@IPL) April 2, 2022
হার্দিকের নতুন দল পর পর দুটো ম্যাচেই জিতল। এবং পয়েন্ট টেবলের তিন নম্বরে উঠে এল। অন্যদিকে ঋষভ পন্থের দিল্লি তাদের প্রথম ম্যাচে রোহিত শর্মাদের বিরুদ্ধে জিতলেও, দ্বিতীয় ম্যাচেই সামিদের কাছে হেরে গেলেন।
সংক্ষিপ্ত স্কোর: গুজরাত (শুভমন গিল ৮৪, হার্দিক পান্ডিয়া ৩১, মুস্তাফিজুর রহমান ৩-২৩, খালিল আহমেদ ২-৩৪)। দিল্লি (ঋষভ পন্থ ৪৩, ললিত যাদব ২৫, লকি ফার্গুসন ৪-২৮, মহম্মদ সামি ২-৩০)।
আরও পড়ুন: IPL 2022: বাটলারের দুরন্ত সেঞ্চুরিতে ফের হার রোহিতের মুম্বইয়ের