আমেদাবাদ: অপেক্ষার অবসান। অবশেষে নাম ঘোষণা করল আইপিএলে (IPL) আমেদাবাদের নতুন ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের দুনিয়ায় তাদের পরিচিতি ‘গুজরাত টাইটান্স’ (Gujarat Titans) হিসেবে। বুধবার সরকারি ঘোষণা করে দিল তারা। ১২-১৩ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম। তার তিনদিন আগে নতুন নাম সহ টুইটার অ্যাকাউন্টও খুলে ফেলল হার্দিক পান্ডিয়ার টিম। লোগো, থিম সংও খুব তাড়াতাড়ি প্রকাশ করার কথা। নিলামের আগেই তা এসে যাবে। শুধু নতুন টিম হিসেবে আত্মপ্রকাশ নয়, দুরন্ত টিম করার দিকেও ফোকাস তাদের। সেই লক্ষ্য নিয়েই নিলামে নামবে গুজরাত টাইটান্স।
? Here's more about our name, before you 'Remember The Name'! ? #GujaratTitans pic.twitter.com/UA1KcjT1Hr
— Gujarat Titans (@gujarat_titans) February 9, 2022
ফ্র্যাঞ্চাইজির তরফে সিদ্ধার্থ প্যাটেল বলেছেন, ‘আমাদের লক্ষ্য এমন একটা টিম তৈরি করা, যে টিম ফ্র্যাঞ্চাইজির দর্শনকে তুলে ধরবে। টিম এবং সমর্থকদের জন্য ওরা দারুণ কিছু অর্জন করবে। আর সেই কারণেই আমরা টাইটান্স নামটা বেছেছি। ফ্রাঞ্চাইজি হিসেবে ক্রিকেট বিশ্বকে আমরা অনুপ্রাণিত করতে চাই। দীর্ঘমেয়াদি সাফল্য এবং সুনাম তৈরি করবে যা।’
Kem Cho, Gujarat ? https://t.co/U1JVjqySmE
— hardik pandya (@hardikpandya7) February 9, 2022
বিক্রম সোলাঙ্কিকে গুজরাত টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে। হার্দিক নেতৃত্ব দেবেন টিমের। গ্যারি কার্স্টেনকে দেখা যাবে মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে। আশিস নেহরা টিমের হেড কোচ। সেই সঙ্গে রশিদ খান ও শুভমন গিলকেও নেওয়া হয়েছে। নিলামের স্ট্র্যাটেজি তৈরি করছেন তাঁরা। সিনিয়র-জুনিয়র মিলিয়ে একটা এমন টিম বানাতে চাইছে গুজরাট, যাতে ভারসাম্য থাকে।
সিদ্ধার্থ বলছেন, ‘নিলাম থেকে যে আমরা একটা ভালো টিম বানাতে পারব, সে বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। এমন ক্রিকেটার নিতে চাই, যারা ক্রিকেটীয় স্কিল থেকে দুরন্ত হবে, কিন্তু টিমকেও টানবে। মাঠে বল গড়ানোর প্রথম দিন থেকে সমর্থকদের পাশে চাইছি আমরা।’
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আমেদাবাদ: অপেক্ষার অবসান। অবশেষে নাম ঘোষণা করল আইপিএলে (IPL) আমেদাবাদের নতুন ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের দুনিয়ায় তাদের পরিচিতি ‘গুজরাত টাইটান্স’ (Gujarat Titans) হিসেবে। বুধবার সরকারি ঘোষণা করে দিল তারা। ১২-১৩ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম। তার তিনদিন আগে নতুন নাম সহ টুইটার অ্যাকাউন্টও খুলে ফেলল হার্দিক পান্ডিয়ার টিম। লোগো, থিম সংও খুব তাড়াতাড়ি প্রকাশ করার কথা। নিলামের আগেই তা এসে যাবে। শুধু নতুন টিম হিসেবে আত্মপ্রকাশ নয়, দুরন্ত টিম করার দিকেও ফোকাস তাদের। সেই লক্ষ্য নিয়েই নিলামে নামবে গুজরাত টাইটান্স।
? Here's more about our name, before you 'Remember The Name'! ? #GujaratTitans pic.twitter.com/UA1KcjT1Hr
— Gujarat Titans (@gujarat_titans) February 9, 2022
ফ্র্যাঞ্চাইজির তরফে সিদ্ধার্থ প্যাটেল বলেছেন, ‘আমাদের লক্ষ্য এমন একটা টিম তৈরি করা, যে টিম ফ্র্যাঞ্চাইজির দর্শনকে তুলে ধরবে। টিম এবং সমর্থকদের জন্য ওরা দারুণ কিছু অর্জন করবে। আর সেই কারণেই আমরা টাইটান্স নামটা বেছেছি। ফ্রাঞ্চাইজি হিসেবে ক্রিকেট বিশ্বকে আমরা অনুপ্রাণিত করতে চাই। দীর্ঘমেয়াদি সাফল্য এবং সুনাম তৈরি করবে যা।’
Kem Cho, Gujarat ? https://t.co/U1JVjqySmE
— hardik pandya (@hardikpandya7) February 9, 2022
বিক্রম সোলাঙ্কিকে গুজরাত টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে। হার্দিক নেতৃত্ব দেবেন টিমের। গ্যারি কার্স্টেনকে দেখা যাবে মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে। আশিস নেহরা টিমের হেড কোচ। সেই সঙ্গে রশিদ খান ও শুভমন গিলকেও নেওয়া হয়েছে। নিলামের স্ট্র্যাটেজি তৈরি করছেন তাঁরা। সিনিয়র-জুনিয়র মিলিয়ে একটা এমন টিম বানাতে চাইছে গুজরাট, যাতে ভারসাম্য থাকে।
সিদ্ধার্থ বলছেন, ‘নিলাম থেকে যে আমরা একটা ভালো টিম বানাতে পারব, সে বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। এমন ক্রিকেটার নিতে চাই, যারা ক্রিকেটীয় স্কিল থেকে দুরন্ত হবে, কিন্তু টিমকেও টানবে। মাঠে বল গড়ানোর প্রথম দিন থেকে সমর্থকদের পাশে চাইছি আমরা।’
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা