ENG vs SL: ‘কেকেআর’ পেসারের সেঞ্চুরি, লর্ডসের অনার বোর্ডে ফের নাম লেখালেন

Aug 30, 2024 | 5:41 PM

World Test Championship: লর্ডসে দ্বিতীয় টেস্টে বাজ়বলের ঝলক দেখালেন ইংল্যান্ড ব্যাটাররা। কিংবদন্তি জো রুট প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন। তেমনই আটে নেমে সেঞ্চুরি করলেন পেসার গাস অ্যাটকিনসন। আগের মাসেই লর্ডসে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে গাস অ্যাটকিনসনের।

ENG vs SL: কেকেআর পেসারের সেঞ্চুরি, লর্ডসের অনার বোর্ডে ফের নাম লেখালেন
Image Credit source: PTI

Follow Us

লর্ডসের অনার বোর্ডে এর আগে নাম লিখিয়েছিলেন। আরও একবার লেখালেন। পার্থক্য হল এর আগে বোলিংয়র জন্য, এ বার ব্যাটিংয়ে। গত বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইংল্যান্ডের তরুণ পেসার গাস অ্যাটকিনসনকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ১ কোটি টাকায় তাঁকে নিয়েছিল কেকেআর। অনভিজ্ঞ এক পেসারকে নেওয়ায় প্রশ্নও উঠেছিল। গাস অ্যাটকিনসনকে অবশ্য পাওয়া যায়নি। শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম তুলে নেন গাস অ্যাটকিনসন। আইপিএলে খেলার অভিজ্ঞতা হয়নি। কেকেআরের সেই পেসারই এ বার টেস্টে সেঞ্চুরি হাঁকালেন।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। লর্ডসে দ্বিতীয় টেস্টে বাজ়বলের ঝলক দেখালেন ইংল্যান্ড ব্যাটাররা। কিংবদন্তি জো রুট প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন। তেমনই আটে নেমে সেঞ্চুরি করলেন পেসার গাস অ্যাটকিনসন। আগের মাসেই লর্ডসে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে গাস অ্যাটকিনসনের। জিমি অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে নজর কেড়েছিলেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসে ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে পাঁচ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে লর্ডসে প্রথম ইনিংসে ৪৭২ রান করল ইংল্যান্ড। জো রুট সর্বাধিক ১৪৩ রানের ইনিংস খেলেন। বাজ়বল খেলেন গাস অ্যাটকিনসন। মাত্র ১১৫ বলে ১১৮ রানের ইনিংস। কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৪টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি মেরেছেন গাস অ্যাটকিনসন। শ্রীলঙ্কার পেসার অসিত ফার্নান্ডো নিয়েছেন পাঁচ উইকেট।

Next Article