কলকাতা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইট পর্ব শুরু। আজ, বৃহস্পতিবার সকালে সুপার এইটে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। অন্য একটি ম্যাচ রাত ৮টায় (ভারতীয় সময় অনুসারে)। সেখানে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। গ্রুপ পর্ব থেকে অতি কষ্টে সুপার এইটে উঠেছে ইংল্যান্ড। অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে জানালেন ইংল্যান্ডের ক্রিকেটারদের এক মজার ঘটনা। সেই সময় উত্তেজনার চোরাস্রোতে ভাসছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। চলছিল অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের ম্যাচ। বিশ্বকাপের ওই ম্যাচের উপর নজর ছিল ইংল্যান্ড শিবিরের। কারণ ওই ম্যাচে ইংল্যান্ডের ভাগ্য নির্ভর করছিল। একবার যদি অজিদের হারিয়ে দিতে পারত স্কটল্যান্ড, তা হলে পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করে ফেলত। তা অবশ্য হয়নি। নানা অঙ্কের উপর দাঁড়িয়েও ইংল্যান্ড পায় সুপার এইটের টিকিট।
যখন চলছিল টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচ সেই সময় ইংল্যান্ডের ক্রিকেটাররা বেশ চাপে ছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল সম্প্রতি বলেছেন, ‘ইংল্যান্ডের পরের রাউন্ডে যাওয়া নির্ভর করছিল স্কটল্যান্ড ম্যাচে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের উপর। ওদের ড্রেসিংরুমে ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার ভয় পাচ্ছিল। ওরা ম্যাচটা চলাকালীন বার বার ফ্লাইটের টিকিট বুক করছিল আর বাতিল করছিল।’
গ্রুপ পর্বে বি গ্রুপে ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওমান। এই গ্রুপের শীর্ষে থেকে সুপার এইটে ওঠে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট পায় ইংল্যান্ড। স্কটল্যান্ড শেষ করে তিনে। টি-২০ বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আলাদা গ্রুপে পড়েছে।