হ্যাপি বার্থ ডে হরিয়ানা হ্যারিকেন

Jan 06, 2021 | 12:46 PM

শুভ জন্মদিন কপিল দেব (Kapil Dev)। ৬২-তে পা দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। টেস্ট কেরিয়ারে কখনও রান আউট না হয়ে খেলেছেন ১৮৪ ইনিংস। যা এক অনন্য রেকর্ড। অধিনায়ক হিসেবে টেস্টে সেরা বোলিং (৯/৮৩)। টেস্টে ৪০০ উইকেট আর ৫ হাজারেরও বেশি রান তাঁর। যে রেকর্ড আজও অক্ষুন্ন।

1 / 5
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক

2 / 5
ওয়ান ডে ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে করেছিলেন সেঞ্চুরি

ওয়ান ডে ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে করেছিলেন সেঞ্চুরি

3 / 5
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৯০৩১ রান। শিকার ৬৮৭ উইকেট

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৯০৩১ রান। শিকার ৬৮৭ উইকেট

4 / 5
১৯৮৩ সালের বিশ্বকাপকে কেন্দ্র করে বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল '৮৩' সিনেমা। করোনার জন্য তা হয়নি। কবে রিলিজ হবে, তারিখ ঠিক করা হয়নি।

১৯৮৩ সালের বিশ্বকাপকে কেন্দ্র করে বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল '৮৩' সিনেমা। করোনার জন্য তা হয়নি। কবে রিলিজ হবে, তারিখ ঠিক করা হয়নি।

5 / 5
'৮৩' সিনেমাতে বলিউড অভিনেতা রণবীর সিং কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন

'৮৩' সিনেমাতে বলিউড অভিনেতা রণবীর সিং কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন

Next Photo Gallery