শুভ জন্মদিন কপিল দেব (Kapil Dev)। ৬২-তে পা দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। টেস্ট কেরিয়ারে কখনও রান আউট না হয়ে খেলেছেন ১৮৪ ইনিংস। যা এক অনন্য রেকর্ড। অধিনায়ক হিসেবে টেস্টে সেরা বোলিং (৯/৮৩)। টেস্টে ৪০০ উইকেট আর ৫ হাজারেরও বেশি রান তাঁর। যে রেকর্ড আজও অক্ষুন্ন।