মাস্ক না পরলে জরিমানা, সিডনি টেস্টে কড়া নির্দেশিকা

sushovan mukherjee |

Jan 06, 2021 | 2:39 PM

গত রবিবার থেকেই সিডনি শহরে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া রাস্তায় দেখা গেলেই ২০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হচ্ছে।

মাস্ক না পরলে জরিমানা, সিডনি টেস্টে কড়া নির্দেশিকা
সিডনি টেস্টে মাস্ক মাস্ট। ছবি সৌজন্যে - টুইটার (ক্রিকেট অস্ট্রেলিয়া)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – করোনার নতুন হটস্পট হয়ে উঠতে পারে মেলবোর্নের বক্সিং ডে টেস্ট। সিডনি (Sydney) টেস্ট শুরু ২৪ ঘন্টা আগে এই রিপোর্ট তৈরি করেছে চাঞ্চল্য। সিডনিতে ১০ হাজার দর্শককে মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত এখনই বদল করা সম্ভব নয়। তাই সিডনিতে মাস্ক (mask) বিধি চালু করল নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন – করোনার হটস্পট বক্সিং ডে টেস্ট, রিপোর্টে চাঞ্চল্য

সিডনিতে মাঠে যে দর্শকরা খেলা দেখতে যাবেন, তাঁদের বাধ্যতামূলক (mandatory) ভাবে মাস্ক পরতেই হবে। শুধুমাত্র খাওয়া বা কোনও কিছু পান করার সময় মাস্ক খোলা যাবে। কোনও দর্শক যদি এই নিয়ম পালন না করেন, তাহলে তাঁকে ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন – সৌরভের অসুস্থ হতেই উধাও রান্নার তেলের বিজ্ঞাপন

গত রবিবার থেকেই সিডনি শহরে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া রাস্তায় দেখা গেলেই ২০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হচ্ছে। একই সঙ্গে সিডনি শহরের হাই রিক্স জোন থেকে কোনও দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না।

Next Article