করোনার হটস্পট বক্সিং ডে টেস্ট, রিপোর্টে চাঞ্চল্য

sushovan mukherjee |

Jan 06, 2021 | 11:37 AM

সিডনিতে তৃতীয় টেস্ট শুরুর আগের দিন এই তথ্য সামনে আসায় চাপে ক্রিকেট অস্ট্রেলিয়া। অনেকেই মনে করছেন সিডনি নিয়ে দ্রুত চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।

করোনার হটস্পট বক্সিং ডে টেস্ট, রিপোর্টে চাঞ্চল্য
করোনার নতুন হটস্পট এমসিজি ? ছবি সৌজন্যে - টুইটার (ক্রিকেট অস্ট্রেলিয়া)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – করোনার সংক্রমণ থেকে পুরোপুরি মুক্তি না পেলেও ক্রিকেট মাঠে দর্শকদের খেলা দেখার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অজি প্রশাসন। সংখ্যায় কম হলেও ভারত অস্ট্রেলিয়া টেস্টে দর্শক দেখা যাচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। কারণ ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টকে (boxing day test) করোনার (corona) সম্ভাব্য হটস্পট (hotspot) হিসেবে চিহ্নিত করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন – আপডেট: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, আজ নয় কাল ছুটি পাবেন সৌরভ

করোনায় সংক্রমিত হয়েছেন বক্সিং ডে টেস্টে দর্শক আসনে থাকা এক ব্যাক্তি। তার আসেপাশে থাকা সবাইকে কোভিড টেস্ট করতে বলা হয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতরের তরফ থেকে। পাশাপাশি আইসোলেশনেও থাকতে বলা হয়েছে সেই সব ব্যাক্তিদের।

ভিক্টোরিয়া প্রদেশের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২৭ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত যারা গ্রেট সাদার্ন স্ট্যান্ডের, জোন ফাইভে ছিলেন তারা করোনা পরীক্ষা করুন ও নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত নিজেদের আইসোলেশনে রাখুন।’

আরও পড়ুন – আইএসএলে টানা ৩ ম্যাচে হার বেঙ্গালুরুর

সিডনিতে তৃতীয় টেস্ট শুরুর আগের দিন এই তথ্য সামনে আসায় চাপে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে আসেনি। তবুও খুব অল্প সংখ্যক দর্শককে মাঠা আসার অনুমতি দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন মেলবোর্নের রিপোর্ট আসার পর সিডনি নিয়ে দ্রুত চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।

Next Article