রোহিত ঢুকছেন, তৃতীয় পেসার নিয়ে অঙ্ক

sushovan mukherjee |

Jan 05, 2021 | 6:45 PM

রোহিতের টিমে ঢোকা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু টিমে তৃতীয় পেসার কে হবেন, তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নেবেন অজিঙ্ক রাহানেরা।

রোহিত ঢুকছেন, তৃতীয় পেসার নিয়ে অঙ্ক
অনুশীলনের আগে টিম মিটিং। অস্ট্রেলিয়া বধের ছক তৈরি করছেন রাহানেরা। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)

Follow Us

TV9 বাংলা ডিজাটাল – মায়াঙ্ক আগরওয়াল? না, হনুমা বিহারী? ক’দিন ধরেই আলোচনায় ঘুরছে এই দুটো নামই। সিডনি টেস্টের আগে এই দুইয়ের পরিবর্ত খুঁজে নেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছিল। লোকেশ রাহুল চোটে ছিটকে যাওয়ার পর আবার অন্য প্রশ্ন, মায়াঙ্ক না হনুমা, কে বাদ পড়বেন টিম থেকে?

বৃহস্পতিবার শুরু হচ্ছে সিডনি টেস্ট। তার আগে যা জানা যাচ্ছে, তাতে মিডল অর্ডারে হনুমাকে রেখে দেওয়া হচ্ছে। বদলে, টিম থেকে বাদ পড়তে চলেছেন মায়াঙ্ক আগরওয়াল। ভারতীয় ওপেনার প্রথম দুটো টেস্টে কার্যত কিছুই করতে পারেননি। তাই শুভমন গিলের সঙ্গী হতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। মঙ্গলবার নেটে পেসার ও স্পিনারদের বিরুদ্ধে সাবলীল ব্যাট করেছেন রোহিত। যা দেখার পর টিম ম্যানেজমেন্টও কিছুটা স্বস্তিতে।

 

 

প্রশ্ন এখানেই শেষ নয়। চোট পেয়ে ছিটকে যাওয়া উমেশ যাদবের পরিবর্তে কে হবেন তৃতীয় পেসার (3rd pacer)? শার্দূল ঠাকুর নাকি থঙ্গারাসু নটরাজন? নাকি নভদীপ সাইনিকে খেলিয়ে দেওয়া হবে? অ্যাডিলেড কিংবা মেলবোর্নের মতো সিডনির উইকেটের চরিত্র পুরোপুরি বুঝেই তবে টিম নির্বাচন করার পক্ষে ভারত। যদি পিচে আর্দ্রতা থাকে, তা হলে তবে শার্দূল। যদি পিচ ফ্ল্যাট হল, তা হলে নভদীপের গতিকে ব্যবহার করা হবে। নটরাজনও লড়াইয়ে আছেন প্রবল ভাবে। গত চার মাসে নটরাজনের অবিশ্বাস্য় উত্তরণ হয়েছে। সাদা বলের ক্রিকেটে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের জোরেই অস্ট্রেলিয়া সফরে টিমে সুযোগ পেয়েছেন। নটরাজনের পক্ষে যাচ্ছে পুরোনো বলে রিভার্স করানোর দক্ষতা।

আরও পড়ুন – সৌরভের অসুস্থ হতেই উধাও রান্নার তেলের বিজ্ঞাপন

রোহিতের টিমে ঢোকা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু টিমে তৃতীয় পেসার কে হবেন, তা নিয়ে কাল সিদ্ধান্ত নেবেন অজিঙ্ক রাহানেরা।

Next Article