সৌরভের অসুস্থ হতেই উধাও রান্নার তেলের বিজ্ঞাপন
শুধুমাত্র ব্র্যান্ডের প্রসারের জন্যই কি সংস্থাগুলো তাদের বিজ্ঞাপনে নানা দাবি রাখে? যার সঙ্গে জুড়ে যান সেলিব্রিটিরা?
TV9 বাংলা ডিজিটাল – অনেকেই প্রশ্ন করেন, বিজ্ঞাপনে (ads) যা দেখানো হয়, তা কতটা সত্যি? সেই প্রশ্ন আরও একবার উঠল, বেশ জোরাল ভাবেই। আর সেই প্রশ্নের মুখে কিনা খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly)!
ওই নির্দিষ্ট তেল খেলে সুস্থ থাকে হার্ট, এমনই দাবি ছিল রান্নার তেল প্রস্তুতকারক একটি সংস্থার। সেই সংস্থার বিজ্ঞাপনের মুখ ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজ্ঞাপনে মহারাজের মুখেও শোনা যায় হৃদয় সুস্থ থাকার দাবি। কিন্তু যে সৌরভ হার্ট সুস্থ থাকার দাবি করেছিলেন, সেই তিনিই কিনা আক্রান্ত হৃদরোগে! মহারাজের স্বাস্থ্য নিয়ে যেমন গোটা দেশ চিন্তায়, তেমনই প্রশ্নের মুখে সেই সংস্থার বিজ্ঞাপনী দাবি। খোদ ব্যান্ড অ্যাম্বাসাডরই যে হার্টের সমস্যায় হাসপাতালে ভর্তি!
সৌরভের ওই তেলের বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রোল। প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কংগ্রেস নেতা কীর্তি আজাদও পরামর্শ দিয়েছেন সৌরভকে, ‘দাদা পরীক্ষা করে বিজ্ঞাপন করো।’ যে কারণে ক্রমাগত চাপে বাড়ছিল। তাই কিছুটা বাধ্য় হয়েই নিজেদের বিজ্ঞাপন তুলে নিতে বাধ্য হল রান্নার তেল প্রস্তুতকারক ওই সংস্থা।
Dada @SGanguly99 get well soon. Always promote tested and tried products. Be Self conscious and careful. God bless.#SouravGanguly pic.twitter.com/pB9oUtTh0r
— Kirti Azad (@KirtiAzaad) January 3, 2021
সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, এটা নাকি খুব অল্প সময়ের ব্রেক। সৌরভের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার কোনও পরিকল্পনা তাদের। সৌরভকে সঙ্গে রেখেই নতুন বিজ্ঞাপনের কৌশল ঠিক করতে চলেছে তারা। সংস্থার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, সৌরভের সঙ্গে যা হয়েছে সেটা অনভিপ্রেত। সৌরভের সঙ্গে কথা বলেই তারা পরবর্তী বিজ্ঞাপনের কৌশল ঠিক করবেন।
আরও পড়ুন – ব্যবসার ২২ গজে এবার ধোনি ?
ঘুরে ফিরে সেই পুরোনো প্রশ্নই মাথা তুলে দাঁড়াচ্ছে, শুধুমাত্র ব্র্যান্ডের প্রসারের জন্যই কি সংস্থাগুলো তাদের বিজ্ঞাপনে নানা দাবি রাখে? যার সঙ্গে জুড়ে যান সেলিব্রিটিরা? এই কারণেই কি বারবার কী বিজ্ঞাপন করবেন তাঁরা, কী করবেন না, তা নিয়ে কথা ওঠে? প্রশ্ন যাই থাকুক না কেন, দাবি ও বাস্তবের মধ্যে যে ফারাক আছে তা নিয়ে সন্দেহ নেই। তাই সৌরভের হৃদরোগ দেখা দিতেই যে কারণে সরিয়ে ফেলতে হল বিজ্ঞাপন।