জীবনে যখনই খারাপ সময় আসে, প্রত্যেকের প্রয়োজন পড়ে ‘আশ্রয়’। বিরাট কোহলি ক্রিকেট মাঠে যত বড় কিংবদন্তিই হোন, তিনিও রক্তমাংসের মানুষ। আশ্রয় তাঁরও প্রয়োজন। বিরাটের জীবনে এখন সেই আশ্রয় স্ত্রী ও দুই সন্তান। জন্মদিন। প্রত্যেকের জীবনের একটা স্পেশাল দিন। কিন্তু বিরাট কোহলির কাছে এ বারের জন্মদিনটা যেন স্পেশাল নয়। বিরাট কোহলির পরিচিতি ক্রিকেটের সৌজন্যে। সেখানেই যখন সময় খারাপ যায়, অস্বস্তি বাড়তে থাকে। টিমের ব্যর্থতা, ব্যক্তিগত পারফরম্যান্স, সমর্থকদের প্রত্যাশা। সব মিলেমিশে ভিড় করে নানা ভাবনা। কেরিয়ারে অনিশ্চয়তাও তৈরি হয়।
সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হার ভারতের। শুধু হার বললে হয়তো ঠিক ভাবে বোঝানো যাবে না। বিপর্যয়। আর ব্যক্তিগত ভাবে ব্যর্থ কিংবদন্তি বিরাট কোহলিও। শুধু এই সিরিজেই নয়। বরং গত আধডজন টেস্টের পরিসংখ্যান এমনই বলছে। ২০২৩ সালে শেষ বার টেস্টে সেঞ্চুরি এসেছিল। ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড মিলিয়ে দুটি সিরিজের দশ ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি।
সামনেই অস্ট্রেলিয়া সফর। ভারতীয় টিম যাবে ১০ নভেম্বর। মাঝে সামান্য কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটানোর। ২২ নভেম্বর অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু। কেরিয়ারে আরও একটা কঠিন সময়ে নিজের আশ্রয়েই বিরাট কোহলি। জন্মদিনে সেই ছবি পোস্ট করেছেন স্ত্রী অনুষ্কা শর্মা। বিরাটের সঙ্গে দুই সন্তান অকায় ও ভামিকা। যদিও তাদের মুখ দেখানো হয়নি।
আইপিএলের গত সংস্করণের আগে দু-মাস লন্ডনে পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন বিরাট। সেটাই তাঁর জীবনের অন্যতম সেরা অধ্যায় বলেও বর্ণনা করেছিলেন। হতে পারে, সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে কিং কোহলি আবারও ক্রিকেট মাঠে পুরনো মেজাজে ফিরবেন। হয়তো অস্ট্রেলিয়ায় কিং-কামব্যাক দেখা যাবে!