India vs West Indies: কুলদীপের কাজটা কঠিন, বলছেন হরভজন

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Jan 28, 2022 | 9:00 AM

Harbhajan Singh: ভাজ্জির মনে হচ্ছে, কুলদীপের যা স্কিল, শুরুর দিকে যদি উইকেট পেয়ে যান, ছন্দ ফিরে পেতে অসুবিধা হবে না। তাঁর কথায়, 'একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই। কুলদীপ যদি শুরুর দিকে উইকেট পেয়ে যায়, ও কিন্তু দুরন্ত হয়ে উঠবে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সাফল্য নাও পেতে পারে।

India vs West Indies: কুলদীপের কাজটা কঠিন, বলছেন হরভজন
জাতীয় দলে আবার নিজেকে মেলে ধরার টার্গেট কুলদীপের। Pics Courtesy: Twitter

Follow Us

নয়াদিল্লি: হাঁটুর চোটের জন্য প্রায় ছ’মাস ক্রিকেটে নেই কুলদীপ যাদব (Kuldeep Yadav)। গত বছর তিনেক আবার সে ভাবে পারফর্মও করতে পারেননি। জাতীয় টিমের সব ফর্ম্যাট থেকেই একে একে বাদ পড়েছেন চায়নাম্যান বোলার। সেই কুলদীপই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে হোম সিরিজে টিমে ফিরেছেন। যা দেখে অনেকেই অবাক হয়েছেন। ভারতীয় টিমে (India) তাঁর প্রত্যাবর্তন যতই চমকপ্রদ হোক না কেন, চাপ থাকবে। এমনই মনে করছেন হরভজন সিংয়ের (Harbhajan Singh) মতো প্রাক্তন জাতীয় স্পিনার।

ভাজ্জি বলছেন, ‘কুলদীপের সামনের রাস্তা কিন্তু খুব কঠিন। ও বেশ কিছু দিন ঘরোয়া ক্রিকেটে কোনও ম্যাচ খেলেনি। হঠাত্‍ করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন কিন্তু সহজ হবে না।’

গত বছর আমিরশাহিতে আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কেকেআর থেকে। তার আগে থেকেই অবশ্য অনিয়মিত হয়ে পড়েছিলেন কুলদীপ। যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর জুটি এক সময় জনপ্রিয় হয়ে উঠেছিল। কুল-চা জুটি ভেঙে যাওয়ার পর আবার যা তা দেখা যেতে পারে, অনেকেই হয়তো ভাবেননি।

হরভজন বলছেন, ‘অস্ত্রোপচারের আগেও কুলদীপ কিন্তু নিয়মিত ছিল না টিমে। এই রকম প্লেয়াররা সাদা বলের ক্রিকেটে যখন ফিরে আসে, তখন কিন্তু তাদের মাথায় ঘোরে, যেন কোনও ভাবে মার না খেয়ে যাই। সেই কারণেই বোলিংয়ে ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে নিরাপত্তাহীনতা তৈরি হয়। মানসিক ভাবে ও কতটা শক্তপোক্ত, তার প্রমাণ দিতে হয়।’

একই সঙ্গে ভাজ্জির মনে হচ্ছে, কুলদীপের যা স্কিল, শুরুর দিকে যদি উইকেট পেয়ে যান, ছন্দ ফিরে পেতে অসুবিধা হবে না। তাঁর কথায়, ‘একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই। কুলদীপ যদি শুরুর দিকে উইকেট পেয়ে যায়, ও কিন্তু দুরন্ত হয়ে উঠবে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সাফল্য নাও পেতে পারে। ছন্দ ফিরে পেতে সময় লাগতে পারে। সেই কারণেই আমার মনে হয়, ওকে সময় দিতে হবে। কুলদীপ কিন্তু ভারতের জন্য আবার কার্যকর হতে পারে।’

 

আরও পড়ুন : India vs West Indies: রোহিত ফেরায় খুশি প্রাক্তন ভারতীয় পেসার মদন লাল

Next Article