মুম্বই: টি-২০ বিশ্বকাপের দলে হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya ) দলে রেখে সব থেকে বেশি প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় (India) দলের নির্বাচকদের। কম সমালোচনা সহ্য করতে হয়নি তাঁদের। নির্বাচকদের আস্থার মান রাখতে না পারার শাস্তিই এ বার দেওয়া হল হার্দিক পাণ্ডিয়াকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে নেই হার্দিক। বোর্ড (BCCI) সূত্রে খবর, বিশ্রাম দেওয়া হয়নি তাঁকে। সোজা কথায় দল থেকে বাদ পড়েছেন এই অলরাউন্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক জানিয়েছেন, “হার্দিককে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওকে ঘরোয়া ক্রিকেট (domestic cricket) খেলে নিজের ফিটনেস (fitness) ও ফর্ম প্রমাণ করতে হবে। তা পরই নির্বাচনের জন্য ভাবা হবে তাঁকে। শুধু ব্যাটসম্যান হার্দিকে দলের প্রয়োজন নেই। অলরাউন্ডার হার্দিককে চাই। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দলে ফিরতে হবে ওকে।” শুধু এখানেই শেষ নয়, বিশ্বকাপে হার্দিকের পারফরম্যান্স নিয়ে রিপোর্ট দিতে হবে। নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট চেয়েছে বিসিসিআই।
টি-২০ বিশ্বকাপে পাঁচটি ম্যাচে ব্যাট হাতে মাত্র ৬৯ রান করেছেন হার্দিক। বল করেছেন মাত্র ৪ ওভার। কোনও উইকেট নেই তাঁর ঝুলিতে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই হার্দিকের ফিটনেস নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। বিশ্বকাপ শুরুর আগে আইপিএলের মঞ্চেও একেবারেই ছন্দে ছিলেন না হার্দিক। তাঁকে বোলিং করানো হয়নি। বিশ্বকাপের শুরুতে হার্দিক জানিয়েছিলন, শেষ পর্বের মধ্যে বোলিং করার মতো ফিট হয়ে উঠবেন তিনি। হার্দিক বল করেছিলেন। কিন্তু সম্পূর্ণ ফিট যে তিনি ছিলেন না, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। আনফিট হার্দিককে খেলাতে গিয়ে দলের কম্বিনেশন যেমন গুলিয়ে গেল। তেমনই হার্দিক বোঝা হয়ে দাঁড়ালেন। গোটা পরিস্থিতির জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। এ বার তাই খর্গহস্ত নির্বাচকরা।
আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটা টি-২০ বিশ্বকাপ। নির্বাচকরা এখন থেকেই চার-পাঁচ জন সিম বোলিং অলরাউন্ডারের দিকে ফোকাস করছেন। তালিকায় এক নম্বরে আছেন কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আইয়ার। হার্দিকেক সামনে এখন বিজয় হাজারে ট্রফি ও রঞ্জি ট্রফি। কারণ দুবাই থেকে ফিরে এখন মুস্তাক আলি ট্রফি খেলা তাঁর পক্ষে কার্যত অসম্ভব। হার্দিকের সময়টা একেবারেই ভালো কাটছে না। আইপিএলেও তাঁকে দলে রাখতে চাইছে না মুম্বই ইন্ডিয়ান্স। এমনই খবর। বর্তমানে যে অবস্থায় আছেন হার্দিক তাতে আইপিএল নিলামে তাঁর ওপর কোনও দল ভারসা রাখতে পারে কি না, সেটাই এখন প্রশ্ন।
আরও পড়ুন : India vs New Zealand T20: জয়পুরে গ্যালারিতে ঢুকতে লাগবে ভ্যাকসিন সার্টিফিটেক