Hardik Pandya: হার্দিকের মন পড়ে মোতেরায়, ফাইনালের আগে দলের জন্য শুভেচ্ছাবার্তা

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 18, 2023 | 7:12 PM

India vs Australia World Cup Final: একটা চোট, এলোমেলো করে দিল সবকিছু। গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে চোট পান। সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। তখনও জানতেন না এটাই এ বারের বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ। চোটের কারণ বাকি বিশ্বকাপে আর খেলা হয়নি। বর্তমানে চিকিৎসাধীন তিনি। পুরোপুরি সেরে উঠতে এখনও কিছুদিন সময় লাগবে। দল খেলবে, তাও আবার বিশ্বকাপ ফাইনালে। চুপ করে কি বসে থাকতে পারেন তিনি? তাই চার দেওয়ালের মধ্যে থেকে যেটুকু সম্ভব তাই করলেন।

Hardik Pandya: হার্দিকের মন পড়ে মোতেরায়, ফাইনালের আগে দলের জন্য শুভেচ্ছাবার্তা
হার্দির পান্ডিয়া

Follow Us

আমেদাবাদ: সব ঠিক থাকলে হয়তো কাল দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চ মাতাতেন। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। চোটের কারণে শেষ হয়েছে হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপের স্বপ্ন। তবে নিজে না পারলেও দল পারবে, এই আশায় বুক বাঁধছেন হার্দিক। শরীরটা যেখানেই থাক মন পড়ে আছে সেই মোতেরাতেই। মহারণের আগে সতীর্থদের উদ্দেশে ভিডিয়োবার্তা দিতে ভুললেন না পান্ডিয়া। জার্সি গায়ে দলের উদ্দেশে কী বললেন হার্দিক? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

একটা চোট, এলোমেলো করে দিল সবকিছু। গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে চোট পান হার্দিক। সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। তখনও জানতেন না এটাই এ বারের বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ। চোটের কারণ বাকি বিশ্বকাপে আর খেলা হয়নি। বর্তমানে চিকিৎসাধীন তিনি। পুরোপুরি সেরে উঠতে এখনও কিছুদিন সময় লাগবে। দল খেলবে, তাও আবার বিশ্বকাপ ফাইনালে। চুপ করে কি বসে থাকতে পারেন তিনি? তাই চার দেওয়ালের মধ্যে থেকে যেটুকু সম্ভব তাই করলেন। সামাজিক মাধ্য়মের সাহায্যে বিরাট-রোহিতদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিয়েছেন হার্দিক। ভিডিয়োতে তিনি বলছেন, ” দলের জন্য আমি গর্বিত। আমরা এখনও পর্যন্ত যা কিছু করতে পেরেছি তার পিছনে বিগত কয়েক বছরের কঠোর পরিশ্রম রয়েছে। বিশ্বজয় থেকে আর এক ধাপ দূরে রয়েছিআমরা। ছেলেবেলা থেকে স্বপ্নে দেখেছি,বিশেষ কিছু করে দেখানোই লক্ষ্য ছিল।”


এখানেই থেমে থাকেন‌নি পান্ডিয়া। সতীর্থদের উদ্দেশে তাঁর বার্তা,”শুধু নিজেদের জন্য নয়, আমাদের সমর্থনে গলা ফাটানো কোটি কোটি মানুষের জন্য লড়তে হবে।তাদের জন্য কাপটা জিততে হবে। তোমাদের সঙ্গে আমার ভালবাসা এবং শুভেচ্ছা রইল। এ বার বিশ্বকাপটা ঘরে নিয়ে এসো। জয় হিন্দ।” কাল হয়তো স্ট্যান্ডে থেকে দলের হয়ে গলা ফাটাতে দেখা যাবে তাঁকে।

Next Article