মুম্বই: বাবা-মায়েরা ছেলেবেলা থেকেই তাদের ছেলে-মেয়েদের সারপ্রাইজ দিয়ে থাকেন। ছেলেমেয়েরা বড় হলে, একই কাজ করে তাদের বাবা-মায়েদের ক্ষেত্রে। বাবা-মায়েরা যেমন ছেলে-মেয়েদের মধ্যে দিয়েই ছেলেবেলা খুঁজে পান। ছেলে-মেয়েরাও বড় হয়ে বাবা-মায়ের চোখে মুখে দেখতে চান সারপ্রাইজের চমক। এমনটাই নিজের বাবার সঙ্গে করতেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। কিন্তু এখন আর তাঁর পক্ষে তাঁর বাবাকে সারপ্রাইজ দেওয়া সম্ভব নয়। তাঁর বাবা না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন গত ২০২১ সালের ১৬ জানুয়ারি। এক বছর পেরিয়ে গেল বাবাকে হারিয়েছেন হার্দিক ও তাঁর দাদা ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাব হার্দিক-ক্রুণালের বাবা হিমাংশু পাণ্ডিয়া। তবে হার্দিকের মন জুড়ে এখনও রয়েছেন তাঁর বাবা। সদ্য নিজের ইন্সটাগ্রামে জুনিয়র পান্ডিয়া, তাঁর বাবাকে সারপ্রাইজ দেওয়ার এক ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে জড়িয়ে রয়েছে হার্দিকের আক্ষেপও। আর যে তিনি তাঁর বাবাকে সারপ্রাইজ দিতে পারবেন না। এবং তাঁর বাবার কাছ থেকে পাবেনও না এমন সারপ্রাইজ।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে উদিত নারায়ণ ও আদিত্য নারায়ণের গাওয়া গান, ‘আকেলে হাম.. আকেলে তুম..’। এবং ভিডিওতে দেখা যাচ্ছে, হার্দিকের বাবা তাঁর বেডরুমে ঘুমোচ্ছেন। সেই রুমে ঢুকে প্রথমে আলো জ্বালান হার্দিক। তারপর তাঁর বাবা যেখানে শুয়েছিলেন, তার পাশে গিয়ে বসেন। তাঁর গায়ে হার্দিক হাত দিতেই ঘুরে তাকান তিনি। এবং এর পর তিনি, হার্দিককে দেখে যে পরিমাণ খুশি হন। তা ভিডিও দেখলেই বোঝা যায়। তাঁর চোখে মুখে ফুটে ওঠে খুশির ঝলক।
ভিডিওটির ক্যাপশনে হার্দিক লেখেন, “আমিও যদি বাবার মতো এমন সারপ্রাইজ পেতাম। আমি সব সময় তোমার শূন্যতা অনুভব করি। তুমি উপর থেকে হাসতে থাকো।”
হার্দিকের পোস্ট করা ভিডিওটি লাইক করেছেন ১৩ লক্ষ ৬২ হাজার ১১ জন ইন্সটাগ্রাম ব্যবহারকারী।
আসন্ন আইপিএলে হার্দিককে দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সের হয়ে খেলতে। মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে রিটেইন করেনি। আইপিএল ২০২২ মেগা নিলামের আগেই গুজরাত ১৫ কোটি টাকা দিয়ে হার্দিককে দলে নেয়। এবং তাঁকে অধিনায়ক ঘোষণা করা হয়। ২০১৫ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন হার্দিক। এখনও পর্যন্ত তিনি ৯২টি আইপিএল ম্যাচে খেলেছেন। এবং করেছেন ১৪৭৬ রান। পাশাপাশি আইপিএলে তাঁর ঝুলিতে রয়েছে ৪২টি উইকেটও।
আরও পড়ুন: IPL 2022: নেটে বোলিং শুরু করেছেন হার্দিক, বলছেন গুজরাতের বোলিং কোচ