Hardik Pandya: লাল বলে খেলতে আগ্রহী নন, জল্পনা উস্কে রঞ্জি থেকে সরলেন হার্দিক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 07, 2022 | 2:50 PM

অবশ্য রঞ্জি ট্রফি থেকে হার্দিকের সরে যাওয়া অন্য বিতর্কও তৈরি করছে।

Follow Us

নয়াদিল্লি: সাদা বলের ক্রিকেটে নতুন করে ফিরে আসার জন্য রঞ্জি ট্রফি (Ranji Trophy) থেকে সরে দাঁড়ালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর এই সিদ্ধান্ত কিন্তু অন্য সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পরই হার্দিকের ঘনিষ্ঠমহল থেকে কেউ কেউ বলছিলেন, টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন বরোদার অলরাউন্ডার। শুধু সাদা বলের ক্রিকেটই তাঁর ফোকাস। সেই কারণেই লাল বলের ক্রিকেট আর খেলতে চাইছেন না হার্দিক। মার্চের শেষে শুরু আইপিএল। চলতি বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে দিকে তাকিয়ে এখন থেকেই নিজেকে তৈরি করতে চাইছেন হার্দিক।

অবশ্য রঞ্জি ট্রফি থেকে হার্দিকের সরে যাওয়া অন্য বিতর্কও তৈরি করছে। কিছু দিন আগে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বিশ্বাস রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে হার্দিককে। চোট সারিয়ে মাঠে ফিরে বোলার হার্দিক যেন আবার মেলে ধরতে পারেন নিজেকে। কিন্তু সোমবার বরোদার ২০ জনের রঞ্জি টিমে নেই হার্দিক।

২৮ বছরের ক্রিকেটারকে নিয়ে বিতর্কের শেষ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির পর চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। চোটের কারণে গত আইপিএলে বল করতে দেখা যায়নি তাঁকে। অলরাউন্ডার হিসেবে টিমে জায়গা পেয়েছিলেন। কিন্তু তিনি পুরো ফিট কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বোলার হার্দিক সে ভাবে ছাপও রাখতে পারেননি বিশ্বকাপে। টুর্নামেন্ট শেষ হওয়ার পরই বোর্ড ফিটনেস রিপোর্ট চেয়েছিল টিম ম্যানেজমেন্টের কাছে। রিহ্যাবের পরামর্শ দেওয়া হয় তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর মাঠে দেখা যায়নি হার্দিককে।

আইপিএল-১৫তে নতুন টিম আমেদাবাদের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে হার্দিককে। টিমকে সাফল্য দেওয়ার পাশাপাশি নিজেকেও প্রমাণ করতে হবে। সে দিকেই ফোকাস করছেন তিনি। সেই কারণেই রঞ্জি থেকে সরে যাওয়া।

আরও পড়ুন: Ranji Trophy: করোনা সতর্কতায় বাসে কটক যেতে পারেন অভিমন্যুরা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

নয়াদিল্লি: সাদা বলের ক্রিকেটে নতুন করে ফিরে আসার জন্য রঞ্জি ট্রফি (Ranji Trophy) থেকে সরে দাঁড়ালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর এই সিদ্ধান্ত কিন্তু অন্য সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পরই হার্দিকের ঘনিষ্ঠমহল থেকে কেউ কেউ বলছিলেন, টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন বরোদার অলরাউন্ডার। শুধু সাদা বলের ক্রিকেটই তাঁর ফোকাস। সেই কারণেই লাল বলের ক্রিকেট আর খেলতে চাইছেন না হার্দিক। মার্চের শেষে শুরু আইপিএল। চলতি বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে দিকে তাকিয়ে এখন থেকেই নিজেকে তৈরি করতে চাইছেন হার্দিক।

অবশ্য রঞ্জি ট্রফি থেকে হার্দিকের সরে যাওয়া অন্য বিতর্কও তৈরি করছে। কিছু দিন আগে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বিশ্বাস রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে হার্দিককে। চোট সারিয়ে মাঠে ফিরে বোলার হার্দিক যেন আবার মেলে ধরতে পারেন নিজেকে। কিন্তু সোমবার বরোদার ২০ জনের রঞ্জি টিমে নেই হার্দিক।

২৮ বছরের ক্রিকেটারকে নিয়ে বিতর্কের শেষ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভরাডুবির পর চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। চোটের কারণে গত আইপিএলে বল করতে দেখা যায়নি তাঁকে। অলরাউন্ডার হিসেবে টিমে জায়গা পেয়েছিলেন। কিন্তু তিনি পুরো ফিট কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বোলার হার্দিক সে ভাবে ছাপও রাখতে পারেননি বিশ্বকাপে। টুর্নামেন্ট শেষ হওয়ার পরই বোর্ড ফিটনেস রিপোর্ট চেয়েছিল টিম ম্যানেজমেন্টের কাছে। রিহ্যাবের পরামর্শ দেওয়া হয় তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর মাঠে দেখা যায়নি হার্দিককে।

আইপিএল-১৫তে নতুন টিম আমেদাবাদের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে হার্দিককে। টিমকে সাফল্য দেওয়ার পাশাপাশি নিজেকেও প্রমাণ করতে হবে। সে দিকেই ফোকাস করছেন তিনি। সেই কারণেই রঞ্জি থেকে সরে যাওয়া।

আরও পড়ুন: Ranji Trophy: করোনা সতর্কতায় বাসে কটক যেতে পারেন অভিমন্যুরা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article