Ranji Trophy: করোনা সতর্কতায় বাসে কটক যেতে পারেন অভিমন্যুরা
বাসে করে কটক যাওয়া নিয়ে আবার দুই মেরুতে বঙ্গ ক্রিকেটই। কলকাতা থেকে বাসে কটক যাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধে নেই কোচ, সাপোর্ট স্টাফদের। তাঁরা মনে করছেন, এতে ক্রিকেটাররা সুরক্ষিত থাকবেন। কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার এই সিদ্ধান্তের বিরুদ্ধে। নামে প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, 'বাসে করে ৯-১০ ঘণ্টা লাগবে কটক যেতে। ফ্লাইটে যেখানে অনেক কম সময় লাগে। বাসে করে গেলেই যে কোভিডকে রোখা যাবে এই ধারণা ভুল। তাছাড়া ক্লান্তি আর ধকলও তো একটা ফ্যাক্টর।'
কলকাতা: আর কয়েকদিন বাদেই শুরু বোর্ডের (BCCI) ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি (Ranji Trophy)। যদিও এখনও সরকারি ভাবে ক্রীড়াসূচি প্রকাশ হয়নি। তবে যা খবর, তাতে ১৭ তারিখ থেকে শুরু হতে চলেছে রঞ্জির গ্রুপ পর্যায়ের ম্যাচ। কোভিড পরিস্থিতিতে এ বার দু’দফায় রঞ্জি আয়োজন করছে বোর্ড। প্রথম দফায় লিগের ম্যাচ। জুন-জুলাইয়ে দ্বিতীয় দফায় নক আউট। বাংলার লিগের ম্যাচ হবে কটকে। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে এ বার বাসে করে কটকে রঞ্জি খেলতে যেতে পারে বাংলা দল। এমনই খবর সিএবি (CAB) সূত্রের। ট্রেন কিংবা ফ্লাইটে কটক গেলে অন্যদের সংস্পর্শে আসার সম্ভাবনা নেই। তাই আলাদা করে বাসেই কটক যাওয়ার ভাবনা বঙ্গ টিম ম্যানেজমেন্টের। যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাসে করে কটক যাওয়া নিয়ে আবার দুই মেরুতে বঙ্গ ক্রিকেটই। কলকাতা থেকে বাসে কটক যাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধে নেই কোচ, সাপোর্ট স্টাফদের। তাঁরা মনে করছেন, এতে ক্রিকেটাররা সুরক্ষিত থাকবেন। কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার এই সিদ্ধান্তের বিরুদ্ধে। নামে প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, ‘বাসে করে ৯-১০ ঘণ্টা লাগবে কটক যেতে। ফ্লাইটে যেখানে অনেক কম সময় লাগে। বাসে করে গেলেই যে কোভিডকে রোখা যাবে এই ধারণা ভুল। তাছাড়া ক্লান্তি আর ধকলও তো একটা ফ্যাক্টর।’
যদিও বাংলা দল কটক পৌঁছনোর পর সেখানে তাঁদের ৩ থেকে ৫ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে। সূত্রের খবর, ১০ তারিখ হয়তো কটক যেতে পারে বাংলা দল। ৫ দিনের কোয়ারান্টিন পর্ব কাটিয়ে দু’দিনের অনুশীলন।
আরও পড়ুন: Lata Mangeshkar: ভারতের ক্রিকেট ম্যাচের সময় নির্জলা উপোস করতেন লতা