IPL 2024: রোহিত-ধোনি যা পারেননি, হার্দিকের সামনে সেই সুযোগ

Mar 19, 2024 | 7:30 AM

Hardik Pandya, Mumbai Indians: হার্দিক পান্ডিয়ার আইপিএল কেরিয়ার শুরু মুম্বই ইন্ডিয়ান্সে। ২০১৫ সালে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক। সাত মরসুম খেলেছেন। ২০২২ সালে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি টিম গুজরাট টাইটান্সে যোগ দেন হার্দিক। তাঁকে অধিনায়ক করা হয়। প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন। তার আগে মুম্বইয়ের হয়ে ট্রফি জিতলেও ক্যাপ্টেন হিসেবে গুজরাট টাইটান্সেই প্রথম। গত সংস্করণে রানার্স হয়েছিল হার্দিকের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। এ বার মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক।

IPL 2024: রোহিত-ধোনি যা পারেননি, হার্দিকের সামনে সেই সুযোগ
Image Credit source: IPL

Follow Us

ঘরে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। এ বার তাঁর কাছে রেকর্ড গড়ার দারুণ সুযোগ। আইপিএলের ইতিহাসে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে ট্রফি জেতার কীর্তি অনেকেরই রয়েছে। তবে একটা রেকর্ড আইপিএলের দুই সেরা অধিনায়কেরও নেই। রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফল ক্যাপ্টেন। দু-জনেই ক্যাপ্টেন হিসেবে পাঁচটি করে আইপিএল ট্রফি জিতেছেন। হার্দিকের কাছে তাঁদেরও ছাপিয়ে যাওয়ার সুযোগ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হার্দিক পান্ডিয়ার আইপিএল কেরিয়ার শুরু মুম্বই ইন্ডিয়ান্সে। ২০১৫ সালে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক। সাত মরসুম খেলেছেন। ২০২২ সালে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি টিম গুজরাট টাইটান্সে যোগ দেন হার্দিক। তাঁকে অধিনায়ক করা হয়। প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন। তার আগে মুম্বইয়ের হয়ে ট্রফি জিতলেও ক্যাপ্টেন হিসেবে গুজরাট টাইটান্সেই প্রথম। গত সংস্করণে রানার্স হয়েছিল হার্দিকের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। এ বার মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক। রোহিতের জায়গায় হার্দিককে ক্যাপ্টেন করেছে মুম্বই।

ক্যাপ্টেন হিসেবে পাঁচটি করে ট্রফি জিতেছেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি। তেমনই গৌতম গম্ভীর দু-বার আইপিএল জিতেছেন ক্যাপ্টেন হিসেব। এ ছাড়াও নেতা হিসেবে আইপিএল জয়ের কীর্তি রয়েছে শেন ওয়ার্ন, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম গিলক্রিস্ট এবং হার্দিক পান্ডিয়ার। প্রত্যেকেই একটা ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হিসেবেই জিতেছেন। এ বার হার্দিকের কাছে সুযোগ রয়েছে প্রথম ক্যাপ্টেন হিসেবে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ট্রফি জেতার।

Next Article