AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Watch Video: বিশ্বজয়ের ট্রফি নিতে গিয়ে জয় শাহর পা ছুঁতে গেলেন হরমনপ্রীত, তারপর যা ঘটল…

IND W vs SA W, CWC: বিশ্বকাপ জয়ের পর ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর যখন ট্রফি নিতে মঞ্চে যান, তখন তিনি এমন একটি কাজ করেন, যা ভারতীয় সংস্কৃতি ও আবেগকে ফুটিয়ে তোলে। আসলে বিশ্বকাপ জিতে জয়ের চূড়ায় দাঁড়িয়েও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর বিন্দুমাত্র অহংকার দেখাননি।

Watch Video: বিশ্বজয়ের ট্রফি নিতে গিয়ে জয় শাহর পা ছুঁতে গেলেন হরমনপ্রীত, তারপর যা ঘটল...
Watch Video: বিশ্বজয়ের ট্রফি নিতে গিয়ে জয় শাহর পা ছুঁতে গেলেন হরমনপ্রীত, তারপর যা ঘটল...Image Credit: X
| Updated on: Nov 03, 2025 | 1:48 PM
Share

নভি মুম্বইয়ে অধরা মাধুরী লাভ ভারতের মেয়েদের। নীল সমুদ্রে রবি-রাত ভাসল চারিদিক। দীর্ঘ অপেক্ষার শেষে যখন ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women’s Cricket Team) বিশ্বজয়ের ট্রফি হাতে নিল, তখন আবেগের বাঁধ ভেঙে গিয়েছে গোটা দেশে। সেই ঐতিহাসিক বিশ্বকাপ (ICC World Cup) ট্রফি প্রদানের মঞ্চেই জন্ম নিল এমন এক স্নেহ ও সম্মানের দৃশ্য, যা কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে।

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর যখন ট্রফি নিতে মঞ্চে যান, তখন তিনি এমন একটি কাজ করেন, যা ভারতীয় সংস্কৃতি ও আবেগকে ফুটিয়ে তোলে। আসলে বিশ্বকাপ জিতে জয়ের চূড়ায় দাঁড়িয়েও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর বিন্দুমাত্র অহংকার দেখাননি। আইসিসি চেয়ারম্যান এবং প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহর হাত থেকে ট্রফি নেওয়ার ঠিক আগে, হরমনপ্রীত ভারতীয় প্রথা মেনে মাথা ঝুঁকিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করেন।

আইসিসি চেয়ারম্যান হ্যারিকে এমন কাণ্ড ঘটাতে দেখে কী করলেন?

জয় শাহ সঙ্গে সঙ্গে হরমনপ্রীতকে থামিয়ে দেন। তিনি অধিনায়ককে পা ছুঁতে দেননি। উল্টে, ভারতের এই ঐতিহাসিক বিজয়ের প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেও হরমনপ্রীতের দিকে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানান।

এই ঘটনার ভিডিয়োটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজ়েনরা যা দেখে মন্তব্য করেন, জয় শাহ তাঁর এই বিনয়ী অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দিলেন যে, বিশ্বজয়ী ক্যাপ্টেনের সম্মান সমাজের সর্বোচ্চ স্থানে। একদিকে হরমনপ্রীতের জয়-পরবর্তী বিনয়, অন্যদিকে জয় শাহের প্রতি-সম্মান— এই দুইয়ের মেলবন্ধন সকলের মন জিতে নিয়েছে। ভারতের মেয়েদের এই বিশ্বকাপ জয় শুধু খেলার জয় নয়, বরং ভারতীয় মূল্যবোধের এক উজ্জ্বল মুহূর্ত হয়ে রইল।