Harry Brook: নতুন রানমেশিন? ১২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 18, 2022 | 7:30 PM

PAKvsENG: সেঞ্চুরি করার পথে নবনগরের মহারাজা রণজিৎ সিংজির ১২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে প্রথম ৬টি ইনিংসে ৪১৮ রান করেছিলেন রণজিৎ সিংজি। এতদিন সেই রেকর্ড অক্ষত ছিল। সেই রেকর্ড ভেঙে প্রথম ৬টি ইনিংসে ৪৮০ রান করলেন ব্রুক। তবে টেস্টে প্রথম ৬টি ইনিংসে রানের বিশ্বরেকর্ড এক ভারতীয় ক্রিকেটারের দখলে। তিনি বিনোদ কাম্বলি। প্রথম ৬টি ইনিংসে কাম্বলি ৬৬৯ রান করেন।

Harry Brook: নতুন রানমেশিন? ১২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার
হ্যারি ব্রুক

Follow Us

করাচি: বয়স মাত্র ২৩। কেরিয়ারের চার নম্বর টেস্ট খেলছেন। এখনই কেউ তাঁকে বলছেন রান মেশিন। ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত করছেন কেউ। আর চার নম্বর টেস্ট খেলতে নেমে তিনি ভেঙে দিলেন ১২৫ বছরের পুরনো এক রেকর্ড। ইংল্যান্ডের হয়ে টেস্টে প্রথম ৬টি ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন হ্যারি ব্রুক (Harry Brook)। টপকে গেলেন কে এস রণজিৎ সিংজিকে। পাকিস্তানে তিন টেস্টের সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম দুটি টেস্টে দুটি শতরান করেন ব্রুক। শনিবার থেকে করাচিতে শুরু হয়েছে তৃতীয় টেস্ট। আজ করাচির স্পিন সহায়ক পিচে ব্রুক যখন নামলেন, তখন কিছুটা কোণঠাসা ইংরেজ শিবির। পরপর ২ বলে দুই ক্রিকেটার সাজঘরে ফিরে গিয়েছেন। তবে তা নিয়ে বিশেষ চিন্তিত মনে হল না ব্রুককে। খেললেন ‘সুপারস্টারের’ মতো। মাত্র ১৫০ বলে করলেন ১১১ রান। তাতে রয়েছে ৮টি চার ও তিনটি ছক্কা। পরপর তিনটে টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।

সেঞ্চুরি করার পথে নবনগরের মহারাজা রণজিৎ সিংজির ১২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে প্রথম ৬টি ইনিংসে ৪১৮ রান করেছিলেন রণজিৎ সিংজি। এতদিন সেই রেকর্ড অক্ষত ছিল। সেই রেকর্ড ভেঙে প্রথম ৬টি ইনিংসে ৪৮০ রান করলেন ব্রুক। তবে টেস্টে প্রথম ৬টি ইনিংসে রানের বিশ্বরেকর্ড এক ভারতীয় ক্রিকেটারের দখলে। তিনি বিনোদ কাম্বলি। প্রথম ৬টি ইনিংসে কাম্বলি ৬৬৯ রান করেন।

কিছুদিন আগে টি-২০ বিশ্বকাপে ব্যাটে ঝড় তুলেছিলেন ব্রুক। সেই সময় তাঁর ছেলেবেলার কোচ ডেভিড কুপার বলেছিলেন, টেস্টে তাঁর ছাত্রর প্রতি নজর রাখতে। কোচের ভবিষ্যদ্বাণী যে ভুল ছিল না, তা প্রমাণ করছেন ব্রুক। ইংল্যান্ডের দুই প্রাক্তন তারকা নাসের হুসেন ও কেভিন পিটারসন ব্রুককে সুপারস্টার বলছেন। পিটারসন বলছেন, ব্রুকই ভবিষ্যৎ। আর নাসের বলছেন, সব ফরম্যাটের সুপারস্টার হতে চলেছেন ব্রুক। এবি ডিভিলিয়ার্সের সঙ্গে ব্রুকের তুলনা করছেন মার্ক উড।

প্রশংসায় ভেসে যেতে চান না ব্রুক। অন্যের মতো নয়, নিজের সেরাটা দিতে চান। ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা নিয়ে ব্রুক বলে দিলেন, তিনি ডিভিলিয়ার্সের খেলা ভালবাসেন। তবে নিজের মতো হতে চান।

Next Article