FIFA World Cup 2022: আর্জেন্টিনা নাকি ফ্রান্স? ভারতীয় ক্রিকেট দল আজ দুই শিবিরে বিভক্ত!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 18, 2022 | 2:39 PM

ভারতীয় দলের ক্রিকেটাররা কমবেশি সকলেই ফুটবল ভালোবাসেন। তাই দলবেঁধে ফিফা বিশ্বকাপের ফাইনাল (FIFA World Cup 2022) দেখতে টিভির সামনে বসে পড়বেন।

FIFA World Cup 2022: আর্জেন্টিনা নাকি ফ্রান্স? ভারতীয় ক্রিকেট দল আজ দুই শিবিরে বিভক্ত!
Image Credit source: Twitter

Follow Us

ঢাকা: চট্টগ্রামে প্রথম টেস্টে ১৮৮ রানের অনবদ্য জয়। রবিবার সকাল সকাল টেস্ট জিতে ফুরফুরে মেজাজে ভারতীয় দলের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন লোকেশ রাহুল। দ্বিতীয় এবং ফাইনাল টেস্ট শুরু বৃহস্পতিবার থেকে। দুই ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ১-০ ব্যবধানে। রবিবার রাতে কয়েক ঘণ্টার জন্য ক্রিকেট দূরে থাকবে ভারতীয় দলের মাথা থেকে। ভারতীয় দলের ক্রিকেটাররা কমবেশি সকলেই ফুটবল ভালোবাসেন। তাই দলবেঁধে ফিফা বিশ্বকাপের ফাইনাল (FIFA World Cup 2022) দেখতে টিভির সামনে বসে পড়বেন। ভারতীয় দলের (Team India) সমর্থন কোন দলের দিকে ঝুঁকে?  ফ্রান্স নাকি আর্জেন্টিনা? গোটা ফুটবল বিশ্বের মতো ভারতীয় দলও অপেক্ষায় মেসি-এমবাপের লড়াইয়ের জন্য। তুলে ধরল TV9 Bangla

টেস্ট জয়ের পর স্ট্যান্ড ইন ক্যাপ্টেন লোকেশ রাহুলকে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রশ্ন রাখা হয়। প্রশ্ন ছিল, ভারতীয় দল কি ফ্রান্স-আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত? মজার উত্তর দিলেন লোকেশ রাহুল। হালকা মেজাজে বলে ওঠেন, “যে দলগুলিকে আমরা সমর্থন করেছিলাম তারা বেরিয়ে গিয়েছে। আমাদের মধ্যে কয়েকজন ব্রাজিলের ফ্যান রয়েছে। কয়েকজন ইংল্যান্ডের ফ্যান। সুতরাং আমি জানি না কে আর্জেন্টিনা আর কে ফ্রান্স। কাজেই আমরা খেলাটাকে দারুণভাবে উপভোগ করতে চাই। একসঙ্গে খেতে খেতে খেলা দেখব।” বিশ্বকাপ ফাইনাল নিয়ে যথেষ্ট উত্তেজিত লোকেশ রাহুল। তিনি কোনও দলকে সমর্থন করছেন না। তিনি আরও বলেছেন, “পাঁচ দিন খেলার পরে ক্লান্তি আসে অনেকটাই। তাই রাতটা উপভোগ করব আর খেলা দেখব। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আমরা ওয়ার্মআপ করার আগে সবসময় ফুটবল খেলি। আপনারা দেখে থাকবেন।”

কর্নাটকী ব্যাটার আরও বলেছেন, “শুরুর দিকে ফিফা বিশ্বকাপ নিয়ে সবাই খুবই উৎসাহিত ছিল। কিন্তু দলের ছেলেদের মধ্যে ব্যাপারটা অনেকটা থিতিয়ে গেছে। অন্যান্য কাজও রয়েছে। তবে আজকের খেলাটা খুবই মজাদার হতে চলেছে। ছেলেরা দুই শিবিরে অবশ্যই একটু বিভক্ত তো হবেই। ওটাই তো খেলার মজা।”

Next Article