দোহা: আজকের ফাইনালের (FIFA World Cup 2022) পরই শেষ হয়ে যাবে মেসির (Lionel Messi) বিশ্বকাপ কেরিয়ার। জানিয়ে দিয়েছেন লিও। আর বিশ্বকাপের মঞ্চে ১০ নম্বর জার্সিতে জাদু দেখাতে দেখা যাবে না তাঁকে। চলতি বিশ্বকাপে যেমন ভাবে জ্বলে উঠতে দেখা গিয়েছে মেসিকে, ঠিক যেমনটা বার্সেলোনায় (FC Barcelona) দেখা যেত। সামনে এখন একটাই লক্ষ্য, দেশের জার্সিতে বিশ্বকাপ জয়। কেরিয়ারের শেষ বিশ্বকাপে, মেসির হাতেই সোনালি ট্রফি উঠুক, চাইছে ফুটবল বিশ্বের একাংশ। এ বার সেই দলে যোগ দিলেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ডেভিড ট্রেজেগুয়েত। ‘ব্যাটেল অব লুসেইল’-এ তাঁর বাজি ফ্রান্স নয়। তিনিও চান মেসির হাতেই ট্রফি দেখতে। কী বলছেন ট্রেজেগুয়েত? তুলে ধরল TV9 Bangla।
১৯৯৮ ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলে ছিলেন ডেভিড ট্রেজেগুয়েত। ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলেছেন তিনি। তবে ব্রাজিলের বিরুদ্ধে ফাইনালে তাঁকে রাখেননি কোচ এইম জ্যাকুয়েট। সেই বছরই ব্রাজিলকে পরাজিত করে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ফ্রান্স। ফের একবার বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। দেশের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। কিন্তু পছন্দের তালিকায় একটু হলেও এগিয়ে রয়েছেন মেসি। বিশ্বকাপটা মেসির হাতেই চাইছেন তিনি। ট্রেজেগুয়েতের সাফাই, “ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টে এসেছে, কিন্তু মেসির কাছে আর সুযোগ নেই।”
প্রাক্তন জুভেন্তাস তারকা বলেছেন, “এমবাপের কাছে আরও অনেকবার বিশ্বকাপ জেতার সুযোগ আসবে। কিন্তু লিওর এটাই শেষ বিশ্বকাপ। তাঁর কেরিয়ারে একাধিক সাফল্য এলেও, বিশ্বকাপ জেতা হয়নি এখনও পর্যন্ত। জীবনের শেষ বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের দ্বারা যেভাবে তিনি দলকে এগিয়ে নিয়ে এসেছেন তারপর নিঃসন্দেহে বলা যায় তিনি বিশ্বকাপ পাওয়ার যোগ্য।” কিছুটা আবেগতাড়িত হয়েই এ কথা বলছেন ট্রেজেগুয়েত তা স্পষ্ট। শুধু তিনি একা নন, মেসির হাতে কাপ দেখার প্রত্যাশায় অপেক্ষারত আরও লক্ষ লক্ষ চোখ।