Harshit Rana: ৬ ডেলিভারিতে ৪ উইকেট, পিঙ্ক বলে আগুনে ফর্মে হর্ষিত রানা; অ্যাডিলেডে ভারতের বড় ভরসা হবেন?
IND vs AUS: পারথে টেস্ট ডেবিউ হয়েছে হর্ষিত রানার। তরুণ ক্রিকেটারের পিঙ্ক বলে খেলার অতীতে অভিজ্ঞতা নেই। এ বার ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠলেন কেকেআরের তরুণ পেসার।
কলকাতা: এ তো যেন আগুনের গোলা! হর্ষিত রানাকে (Harshit Rana) ক্যানবেরায় বল করতে দেখে এমনটাই বলাবলি করছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। রবিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯.১০ থেকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। সেখানে গোলাপি বলে পরীক্ষা হচ্ছে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় টিমের। টস জিতে প্রথমে প্রধানমন্ত্রী একাদশকে ব্যাটিংয়ে পাঠান রোহিত শর্মা। মহম্মদ সিরাজ, হর্ষিত রানাদের তাই প্রথমেই পড়তে হয়েছে পরীক্ষার মুখে। শুরুর দিকে রেনশকে ফেরান সিরাজ। এরপর বৃষ্টির কারণে খানিকক্ষণ ম্যাচ বন্ধ থাকে। খেলা শুরু হওয়ার পর আর একটি উইকেট তুলে নেন আকাশ দীপ। এরপর জ্যাক ক্লেটন ও স্যাম কন্টাস জুটি বাঁধেন। ২৩তম ওভারে ধাক্কা দেন হর্ষিত রানা। এরপর নিজের ৬টি ডেলিভারির মধ্যে ৪টি উইকেট তুলে নেন তরুণ নাইট পেসার। অ্যাডিলেডে তিনি রোহিতের বড় ভরসা হতে পারবেন?
ক্যানবেরায় ভারত-প্রধানমন্ত্রী একাদশের প্রস্তুতি ম্যাচে বৃষ্টি বন্ধ হওয়ার পর যখন ম্যাচ শুরু হয় রোহিত বোলিংয়ে আনেন আকাশ দীপকে। সেই ওভারেই জেডেন গুডউইনকে ফেরান বাংলার তারকা। এরপর ১৫তম ওভারে হর্ষিত রানাকে বোলিংয়ে আনেন ভারত অধিনায়ক। নিজের প্রথম ওভারে ৮ রান খরচ করেন রানা। রানার সঙ্গে আক্রমণে প্রসিধ কৃষ্ণকে ব্যবহার করতে থাকেন রোহিত।
এই খবরটিও পড়ুন
এরপর হর্ষিত নিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওভারে যথাক্রমে দেন ১০, ১১, ৬ রান। ৪ ওভারে ৩৫ রান হজম করার পর উইকেটের দেখা পান নাইট তরুণ তুর্কি। ২৩তম ওভারের চতুর্থ বলে জ্যাক ক্লেটনকে (৪০) ফেরান রানা। ওভারের শেষ বলে ওলি ডেভিসকে শূন্য ফেরান রানা। এরপর ২৫তম ওভারের প্রথম ও তৃতীয় বলে ক্যাপ্টেন জ্যাক এডওয়ার্ডস ও স্যাম হার্পারের উইকেট তুলে নেন হর্ষিত। সেই দিক থেকে দেখতে হলে ৬টি ডেলিভারির মধ্যে ৪ উইকেট ঝুলিতে ভরেন ডান হাতি বোলার রানা।
𝐑𝐀𝐍𝐀 𝐉𝐈 𝐎𝐍 𝐅𝐈𝐑𝐄 🔥
Double blow by #HarshitRana, dismisses a settled Clayton and follows up with Davies, rattling Australia’s batting order in the #PinkBallTest 🤯#AUSvINDonStar Warm-up match 👉 LIVE NOW on Star Sports! #ToughestRivalry pic.twitter.com/t7DkGfLPja
— Star Sports (@StarSportsIndia) December 1, 2024
পারথ টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা। অ্যাডিলেড টেস্টের আগে গোলাপি বলে তাঁর প্রস্তুতি ভালোই হচ্ছে। এ বার দেখার দিন-রাতের টেস্টে তিনি খেলার সুযোগ পেলে ভরসার মান রাখতে পারেন কিনা।