T20 World Cup 2021: ওয়েডের ক্যাচ মিস করে ক্ষমা চাইলেন হাসান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 14, 2021 | 7:13 PM

দুরন্ত পারফর্ম করা সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান (Pakistan)। আর তার জন্য কাঠগড়ায় দাঁড়ানো হয়েছে হাসান আলিকে (Hasan Ali)।

T20 World Cup 2021: ওয়েডের ক্যাচ মিস করে ক্ষমা চাইলেন হাসান
T20 World Cup 2021: ওয়েডের ক্যাচ মিস করে ক্ষমা চাইলেন হাসান

Follow Us

করাচি: দুরন্ত পারফর্ম করা সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান (Pakistan)। আর তার জন্য কাঠগড়ায় দাঁড়ানো হয়েছে হাসান আলিকে (Hasan Ali)। ১৭তম ওভারে ১৫ রান দিয়েছিলেন হাসান। শাহিন আফ্রিদির ওভারে আবার ক্যাচ মিস করেছিলেন ম্যাথু ওয়েডের (Matthew Wade)। ওই ক্যাচ মিস না করলে কিন্তু ম্যাচ হেরে যেতে পারত অস্ট্রেলিয়া (Australia)। আর তার পরই ক্ষমা চেয়ে নিয়েছেন হাসান।

দেশবাসীর উদ্দেশে টুইটারে হাসান লিখেছেন, ‘আমি খুব ভালো করে জানি সবাই কতটা হতাশ। আর সেটা যে আমার পারফরম্যান্সের জন্য, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আপনাদের প্রত্যাশা আমি পূরণ করতে পারিনি। এই ব্যর্থতার জন্য আমার থেকে বেশি হতাশা আর কারও নেই। শুধু একটাই কথা বলব, আমার উপর বরাবর যে প্রত্যাশা রাখা হয়েছে, তাই যেন থাকে।’

২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা টিমের সদস্য ছিলেন হাসান। বিশ্বকাপে পাক বোলিং ইউনিট চমৎকার পারফর্ম করলেও হাসান সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। আর তার জন্য কিছুটা হলেও সমালোচনা চলছিল। কিন্তু পাক টিম কোনও ভাবেই উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। সেই কারণে সেমিফাইনালেও খেলানো হয় তাঁকে। ওয়েডের ক্যাচ মিস করে জাতীয় ভিলেন হয়ে গিয়েছেন তিনি।

হাসান আর্জি জানিয়েছেন, ‘আমি দেশের হয়ে সর্বোচ্চ লেভেলে খেলতে চাই। আর তার জন্য যতটা সম্ভব পরিশ্রম করি। আবার সেই পথেই ফিরতে চাই। বিশ্বকাপে ওই ব্যর্থতা আমাকে মানসিক ভাবে আরও কঠিন করে তুলেছে। যাঁরা আমার পাশে থেকে বার্তা পাঠিয়েছেন, আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁদের অনেক ধন্যবাদ।’

আরও পড়ুন: New Zealand vs Australia Live Score, T20 World Cup 2021: টসে জিতে কিউয়িদের ব্যাটিংয়ে পাঠালেন অজি ক্যাপ্টেন ফিঞ্চ

আরও পড়ুন: Shikhar Dhawan: দেশকে গর্বিত করার জন্য আরও পরিশ্রম করব: শিখর ধাওয়ান

Next Article