নয়াদিল্লি: ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) অর্জুন পুরস্কার (Arjuna Award) পেয়ে আপ্লুত। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের গব্বর বলেছেন, দেশকে গর্বিত করার জন্য তিনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) হাত থেকে শনিবার শিখর ধাওয়ানসহ আরও ৩৪ জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার নিয়েছেন। আজ রবিবার টুইটারে ধাওয়ান তাঁর কৃতিত্বের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বিসিসিআই (BCCI) ও সতীর্থদের ধন্যবাদ জানাতে ভোলেননি ধাওয়ান।
টুইটারে ধাওয়ান লেখেন, “অর্জুন পুরস্কারে ভূষিত হওয়া আমার কাছে অনেক সম্মানের ব্যাপার। এই সফরে যারা আমার পাশে থেকেছেন এবং আমার আত্মবিশ্বাস বাড়িয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আমার কোচ, ডাক্তার, সাপোর্ট স্টাফ, বিসিসিআই, সকল সতীর্থ, আমার অগণিত ভক্তরা, আমার পরিবার ও বন্ধুদেরও ধন্যবাদ জানাই।”
Arjuna award receive karna mere liye bohot sammaan ki baat hai. Mai unn sabhi logon ka dhanyawad karna chahta hu jo iss safar mein mere saath khade rahe – mere coaches, doctors, support staff, BCCI, teammates, sabhi fans, mere doston aur mera parivar. pic.twitter.com/fDYkqs9se2
— Shikhar Dhawan (@SDhawan25) November 14, 2021
তিনি আরও যোগ করেন, “আপনাদের সকলের ভালোবাসা ও সঙ্গ না থাকলে আমি এতটা পথ পেরিয়ে আসতে পারতাম না। এটা এমন একটা মুহূর্তটা আমি বর্ণনা করতে পারছি না। কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার অনুভূতিটা দারুণ। আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই।”
ভারতীয় ক্রিকেটে শিখর নিবেদিত প্রাণ। দেশকে গর্বিত করার জন্য তিনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন। টুইটারে তিনি বলেন, “আমি আমার দেশকে গর্বিত করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব। সকল পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন।”
I will continue to work hard to make my country proud ?? Congratulations to all the awardees ?
— Shikhar Dhawan (@SDhawan25) November 14, 2021
বিগত চার বছরের ভালো পারফরম্যান্সের নিরিখে এবং নেতৃত্বের গুণাবলী, ক্রীড়ানুরাগী এবং শৃঙ্খলা বোধ দেখানোর জন্য এবং ক্রীড়া ও গেমসে অসামান্য পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। রাষ্ট্রপতি ভবনে বিশেষভাবে আয়োজিত পুরস্কার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ক্রীড়া ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি ও পুরস্কৃত করার জন্য প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়।
আরও পড়ুন: New Zealand vs Australia Live Score, T20 World Cup 2021: রবিরাতে দুবাইতে কিউয়ি-অজিদের মহারণ
আরও পড়ুন: Khel Ratna Award 2021: রাষ্ট্রপতির হাত থেকে খেলরত্ন পুরস্কার নিলেন নীরজ-সুনীলরা