Khel Ratna Award 2021: রাষ্ট্রপতির হাত থেকে খেলরত্ন পুরস্কার নিলেন নীরজ-সুনীলরা

আগেই ঘোষণা হয়েছিল চলতি বছরে দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্নের (Khel Ratna) জন্য মনোনীত হয়েছেন টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) থেকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আজ, শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) হাত থেকে নীরজ-সুনীল ছাড়াও আরও ১০ ক্রীড়াবিদ পেলেন খেলরত্ন পুরস্কার। তবে ভারতের প্যারা শাটলার কৃষ্ণ নাগরের মায়ের আকস্মিক প্রয়াণের জন্য তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

| Edited By: | Updated on: Nov 13, 2021 | 7:48 PM
প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে খেলরত্নে সম্মানিত হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। (ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে খেলরত্নে সম্মানিত হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। (ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

1 / 7
টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে।(ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে।(ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

2 / 7
সুনীল-নীরজ ছাড়াও মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) আজ খেলরত্নে সম্মানিত হলেন।(ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

সুনীল-নীরজ ছাড়াও মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) আজ খেলরত্নে সম্মানিত হলেন।(ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

3 / 7
টোকিও অলিম্পিকে কুস্তিতে রুপো পাওয়া রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) ও বক্সিংয়ে ব্রোঞ্জ অর্জনকারী লভলিনা বোরগোহিনকেও (Lovlina Borgohain) দেখা গেল রাষ্ট্রপতির হাত থেকে খেলরত্ন পুরস্কার নিতে।(ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

টোকিও অলিম্পিকে কুস্তিতে রুপো পাওয়া রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) ও বক্সিংয়ে ব্রোঞ্জ অর্জনকারী লভলিনা বোরগোহিনকেও (Lovlina Borgohain) দেখা গেল রাষ্ট্রপতির হাত থেকে খেলরত্ন পুরস্কার নিতে।(ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

4 / 7
ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh) এবং ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশও (PR Sreejesh) পেলেন খেলরত্ন পুরস্কার। (ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh) এবং ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশও (PR Sreejesh) পেলেন খেলরত্ন পুরস্কার। (ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

5 / 7
টোকিও প্যারালিম্পিকে জোড়া পদকজয়ী ভারতের প্রথম মহিলা আ্যাথলিট অবনী লেখারা (Avani Lekhara) এবং প্যারালিম্পকে বর্শা ছুড়ে সোনা জয়ী প্যারা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিলও (Sumit Antil) খেলরত্ন পুরস্কার পেলেন।(ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

টোকিও প্যারালিম্পিকে জোড়া পদকজয়ী ভারতের প্রথম মহিলা আ্যাথলিট অবনী লেখারা (Avani Lekhara) এবং প্যারালিম্পকে বর্শা ছুড়ে সোনা জয়ী প্যারা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিলও (Sumit Antil) খেলরত্ন পুরস্কার পেলেন।(ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

6 / 7
টোকিও প্যারালিম্পিকে ব্যাডমিন্টনে সোনাজয়ী প্রমোদ ভগত (Pramod Bhagat) ও প্যারা শুটিংয়ে সোনাজয়ী মনীশ নারওয়ালকেও (Manish Narwal) খেলরত্নে সম্মানিত করা হয়েছে। (ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

টোকিও প্যারালিম্পিকে ব্যাডমিন্টনে সোনাজয়ী প্রমোদ ভগত (Pramod Bhagat) ও প্যারা শুটিংয়ে সোনাজয়ী মনীশ নারওয়ালকেও (Manish Narwal) খেলরত্নে সম্মানিত করা হয়েছে। (ছবি-প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)

7 / 7
Follow Us: