T20 World Cup: ওয়েডের ক্যাচ মিস করে দু’রাত ঘুমোতে পারেননি হাসান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 02, 2022 | 6:59 PM

দীর্ঘদিন পর আইসিসির কোনও টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলছিল। ওই ম্যাচের আগে থেকেই হাসানকে বসানোর দাবি উঠেছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁকে খেলায়। আর সেমিফাইনালে ওয়েডের ক্যাচ মিস করা বুমেরাং হয়ে যায়।

T20 World Cup: ওয়েডের ক্যাচ মিস করে দুরাত ঘুমোতে পারেননি হাসান
T20 World Cup: ওয়েডের ক্যাচ মিস করে দু'রাত ঘুমোতে পারেননি হাসান

Follow Us

করাচি: ম্যাথু ওয়েডের (Matthew Wade) সেই ক্যাচ মিস করার পর দু’রাত ঘুমোতে পারেননি হাসান আলি (Hasan Ali)। ওই ক্যাচটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দৌড় থামিয়ে দিয়েছিল পাকিস্তানে। ভারতকে হারিয়ে আমিরশাহিতে দুরন্ত যাত্রা শুরু করেছিল বাবর আজমের টিম। গ্রুপ লিগে একটাও ম্যাচ না হেরে শেষ চারে পা রেখেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন বাবররা। কিন্তু শাহিন আফ্রিদির বলে ১৯তম ওভারে ডিপ মিড উইকেটে হাসান মিস করেছিলেন ওয়েডের ক্যাচ। সেখান থেকে ম্যাচটা জিতে ফাইনালে ওঠেন ডেভিড ওয়ার্নাররা। চ্যাম্পিয়নও হন। আর হাসান, ভিলেন হয়ে গিয়েছিলেন দেশে।

ওই ক্যাচ এখনও ভুলতে পারেননি হাসান। পাক পেসার বলেছেন, ‘ওটা জীবনের অন্যতম কঠিন পরিস্থিতি। ওই ক্যাচ মিসটা ভোলা সম্ভব নয়। এটা কাউকে বলিনি এখনও যে, ওই ঘটনার পর আমি দু’রাত ঘুমোতে পারেনি। আমাকে ঘুমোতে না দেখে আমার স্ত্রী পর্যন্ত টেনশনে পড়ে গিয়েছিল। কিছুতেই ওই দৃশ্যটা ভুলতে পারছিলাম না। শুধু ক্যাচ মিসের দৃশ্যটা ঘুরে ফিরে আসত। বাংলাদেশ সফরের সময় নিজেকে বুঝিয়েছিলাম, ওই ক্যাচটা নিয়ে পড়ে থাকলে চলবে না। সামনে তাকাতে হবে। এগিয়ে যেতে হবে।’

পরিবারের মতো পাকিস্তান টিমও হাসানের পাশে দাঁড়িয়েছিল। যা নিয়ে হাসানের মন্তব্য, ‘আমি খেলাটার প্রতি কতটা দায়বদ্ধ, তা আমার টিমের সতীর্থরা জানে। আমি কোনও ম্যাচই কখনও হালকা নিই না। নিজেকে যে কোনও ম্যাচের জন্য সব সময় তৈরি রাখি। চেষ্টা করি পারফর্ম করার। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচের পর আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। শাহিনও আমার সঙ্গে কাঁদছিল। ভীষণ কষ্টের সময় ছিল ওটা।’

দীর্ঘদিন পর আইসিসির কোনও টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলছিল। ওই ম্যাচের আগে থেকেই হাসানকে বসানোর দাবি উঠেছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁকে খেলায়। আর সেমিফাইনালে ওয়েডের ক্যাচ মিস করা বুমেরাং হয়ে যায়। হাসান অবশ্য বলছেন, ‘আমাকে কাঁদতে দেখে শোয়েব ভাই (মালিক) আমার কাছে এসে বলেছিলেন, তুমি বাঘ। তোমার এ ভাবে ভেঙে পড়া শোভা পায় না।’

Next Article